পাতা:ঈশাচরিতামৃত.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6t ঈশাচরিতামৃত। মৃত্যুকে সাহায্য করা হইত। নরপিশাচ য়িহীদিগের এই টুকু মাত্র কেবল দয়ার পরিচয়। ঘিণ্ড ক্রুশবিদ্ধ সাধারণ লোকের ন্যায় অস্থির হইয়া হা হতোহমিও করেন নাই, মাদক সেবন দ্বারা আপনাকে চৈতন্যশক্তি বিরহিত হইতে ও দেন নাই ; শেষ মুহূৰ্ত্ত পৰ্য্যন্ত বিবেক ও প্রঙ্গাশক্তিকে জাগ্রত রাখিয়া বীরের ন্যায় মৃত্যুকে গ্রহণ করিয়াছিলেন। অন্যের মত র্তাহার কষ্টও অধিক ক্ষণ স্থায়ী হয় নাই। পূৰ্ব্বরজনীর ক্লেশ হশ্চিন্তার শরীর কাত্তর ছিল, এই জন্য জীবন শেষ হইতে বেশী বিলম্ব লাগিল না। কিন্তু পণ্ডবনের প্রভাব ধৰ্ম্মবলের নিকট কত ঘৃণিত এবং হীন তাহ মৃত্যুর মধ্যেও তিনি দেখাইয়া গিয়াছেন। বিণ্ড মাদক সেবন করিলেন না, সুতরাং উহার অল্প কাল স্থায়ী ক্রুশযন্ত্রণ। অধিকতর পীড়াদায়ক হইল। প্রত্যেক বারের অঙ্গ সঞ্চালনে ক্ষত• স্থান ক্রমে বিস্তৃত এবং বেদনাযুক্ত হইতে লাগিল। শোণিতরাশি উন্ম হইয়া দ্রুতবেগে মস্তিক্ষের দিকে ধাবিত হইল, নয়ন রক্তিম বর্ণ হইয়া উঠিল, নাসারন্থে ঘন ঘন খাস বহিতে লাগিল। যত প্রকার দৈহিক ক্লেশ হইতে পারে তাহ৷ এই ক্রুশাহত ব্যক্তিকে এক সঙ্গে সহ করিতে হয়। যেন সহস্ৰ সহস্ৰ মৃত্যুষত্রণা একত্র ঘনীভূত হইয়। যিশুকে নিষ্পেষণ করিতে লাগিল। তথাপি তাহার আস্থার কি অলৌকিক মহত্ব। তাদৃশ অস্তদাহে সত্তপ্ত হইয়াও প্রার্থনা করিলেন, “পিতা, ইহাদিগকে ক্ষমা কর । ইহারা কি করিতেছে তাহা জানে না।” শক্রকে ক্ষমা কর, ভালবাস বলিয়। যেমন खेभrशन क्रिख्न cख्यनि छांशद्र औरड छूटेडe cनशश्नन। ७रे প্রার্থনাট তিনি নিত্যকালের জন্য স্বর্ণীক্ষরে লিখিয়া রাখিয়া গিয়াছেন । বিশ্ব বিলুপ্ত হইলেও ইহার ধ্বংস নাই। নিষ্ঠুর দানবস্বভাব য়িছীগণ যে কৃপার পাত্র, ক্ষমার যোগ্য এ ভাবতে সহজে কাহারো মনে আসে না । কিন্তু যিশুর প্রশস্ত হৃদয়ে তাহা দেখা দিয়াছিল। বস্তুতঃ য়িহদী পুরোহিত ও প্রধান যাজকগণ চিরসেবিত কুসংস্কার এবং প্রেমহীন ধৰ্ম্ম মতে এত দূর অন্ধ হইয়। পড়িয়াছিল যে তাহারা ধৰ্ম্মধর্থের প্রভেদ বুঝিতে পূরিত না। যিশু তাহাদেৱ সৰ্ব্বনাশ করিতে বসিয়াছেন এ বিশ্বাস তাহা ¢मब्र बांछरिकहे भएनः श्ऊ । बांउँौत्र थॉन्नैौन थथ), वकभून गश्ऋञ्चि