পাতা:ঈশাচরিতামৃত.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo ঈশাচরিতামৃত । बनिग्ना निन cन cबम जांभाव्र नएन्न 8°छूक दिउश अश्* कब्रेिब्रा शत्र । ” षेिठ বলিলেন, “হে মানব । তোমাদের বিষয়বিভাগের কর্তা এবং বিচারক আমাকে কে করিয়াছে ? তোমরা ধনলোভের বিষয়ে সাবধান হইবে । ইহা জানিও যে মানবজীবন প্রচুর সম্পত্তিতে জীবিত থাকে না। একটি গল্প বলি শ্রবণ কর । “কোন ধনীর ক্ষেত্রে একবার অতিরিক্ত শস্য জন্মে । তদর্শনে আহলাদিত হইয়া সে মনে মুনে চিত্ত করিতে লাগিল, এত সামগ্ৰী আমি কোথায় রাখিব ? প্রশস্ত শস্যাগারক্ত কৈ দেখিতেছি না ? পরে সে স্থির করিল, আমি পুরাতন শস্যাগার ভাঙ্গিয়া ফেলিয়া তৎস্থানে বৃহত্তর গৃহ নিৰ্মাণ করিব এবং তন্মধ্যে আমার সমস্ত শস্যরাশি সঞ্চয় করিয়া রাখিব ; এবং তখন আপনাকে আপনি বলিব, হে আত্মন! তোমার জন্য বহু বৎসরের ভোগ্য সামগ্ৰী সঞ্চিত রহিল, এক্ষণে তুমি স্বখে পান ভোজন কর এবং আমোদিত হও । এই ভাবে যখন সে আপনাপনি আশার হিল্লোলে ভাগিতেছে এমন সময় ঈশ্বর আসিয়া বলিলেন, ‘রে মূখ, আদ্য রাত্রেই তোমার পরলোক গমনের প্রয়োজন। এখন তবে এই সকল সঞ্চিত সম্পত্তি তোমার কে ভোগ করিবে ? অতএব যে আপনার জন্য ধন সংগ্ৰহ করে সে ঈশ্বরের নিকট ধনী নয়। ” অনন্তর শিষ্যদিগকে স্পষ্টরূপে বুকাইয়। বলিলেন, “কেহই দুই প্রভুর সেবা করিতে পারে না। কারণ হয় সে এক জনকে ঘৃণ এবং অপরকে প্রীতি করিবে ; নতুবা এক জনের প্রতি অনুরক্ত হইবে ও অপরকে তুচ্ছ করিবে । তোমরা ঈশ্বর ও সংসারের যুগপৎ সেবা করিতে পার না। অতএব আমি বলিতেছি,কি আহার করিব,কি পান করিব,ইহা বলিয়া আপনার জীবনের জন্য ভাবিত হইও না;এবং কি পরিধান করিব বলিয়া শরীরের জন্যও ভাবিত হইও না । অন্ন অপেক্ষা জীবন এবং বক্স অপেক্ষা শরীর কি গুরুতর নহে ? আকাশের পক্ষীদিগকে দেখ, তাহার ৰপন ও করে না, সংগ্রহও করে না, এবং শস্যাগারে সঞ্চরও করে না ; তথাপি তোমাদের স্বৰ্গীয় পিতা তাহাদিগকে আহার দেন । তোমরা কি তাহাদের অপেক্ষ শ্রেষ্ঠ নছ ? তোমাদের মধ্যে ভাবিত হইয়াই বা কে শরীরের দীর্ঘতা এক হস্ত বৃদ্ধি করিতে পারে? এবং বন্ধের জন্যই বা কেন ভাবিত