বিষয়বস্তুতে চলুন

পাতা:ঈশাচরিতামৃত.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপক্ষের সহিত বাগবিতণ্ড । এক দিন মহৰ্বি যিশু রেখানি গ্রাম হইতে আসিয়া জেরুশালয়ের দেবমন্দিরের সম্মুখে লোকদিগকে ধর্মশিক্ষা দিতেছেন এমন সময় কয়েক জন প্রধান পুরোহিত ও দলপতি আসিয়া জিজ্ঞাসা করিল, “তুমি যে এই সব কার্ষ্য করিতেছ, কাহার বলে করিভেচ্ছ বলিতে পার কি ? এ অধিকার ভূমি কোথায় পাইলে ?” যিশু বলিলেন, “আচ্ছ, আমি তোমাদিগকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করিব, যদি তাহার উত্তর দিতে পায়, তবে আমি বলিব, কে আমাকে এই অধিকার দিয়াছে । জনের যে জলসংস্কার, ইহা কোথ। श्हेरङ आंलिम्नोश्लि बल cझषि ? छेश्वप्न इहेरङ, ञो भष्ट्रया इहेरङ ?” क्षेत्र শুনিয়া তাহারা আপনাপনি আলোচনা করিতে লাগিল, যদি আমরা বলি স্বৰ্গ হইতে, তাহ হইলে বলিবে, কেন তবে জনকে বিশ্বাস কর নাই ? আবার যদি বলি, মনুষ্য হইতে, তাহা হইলে লোকেরা বিরক্ত হইবে, কারণ তাহারা জনকে প্রেরিত মহাজন বলিয়া মান্য করে। অনেক ক্ষণ এইরূপে ভাবিয়া চিন্তিয়া শেষ উত্তর করিল, “না, আমরা এ কথার উত্তর দিব না।” যিশু বলিলেন, “ভবে আমিও বলিব না কে আমাকে অধিকার দিয়াছে।” অনস্তর নিম্নলিখিত এই গল্পটি বলিলেন । “এক ব্যক্তির দুই পুত্র ছিল। এক দিন তিনি প্রথম পুত্রকে ডাকিয়৷ বলিলেন, ‘পুত্র, অদ্য ভূমি আমার স্বাক্ষাক্ষেত্রে যাও, এবং সেখানে গিয়৷ কৰ্ম্ম কর। সে বলিল, 'না আমি তাহ পারিব না। কিন্তু পরক্ষণে সে ভজন্য অমৃতপ্ত হইল এবং পিতৃ আজ্ঞা পালন করিল। দ্বিতীয় পুত্রকে বলিবামাত্র সে বলিল, যে আজ্ঞা মহাশয়, আমি চলিলাম। কিন্তু গেল ন। বল দেখি এই দুই জনের মধ্যে কোন ব্যক্তি পিতার আদেশ পালন করিল ?” য়িহদীর বলিল, “যে প্রথম সেই ব্যক্তি।" যিশু বলিলেন, *বারাঙ্গন এবং ইভর লোকেরা তোমাদের আগে স্বর্গে চলিয়া যাইবে।