বিষয়বস্তুতে চলুন

পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ళ8 কঠোপনিষৎ দেখিয়া নচিকেত যাহাতে পিতার মিথ্যাচরণজণিত কোন অনিষ্ট না হয়. সেইজন্স পিতার মঙ্গল কামনায় তাহাকে বলিলেন—হে পিত:, আপনার পিতৃ-পিতামহগণ যেরূপ মতনিই ছিলেন, এবং অন্যান্ত সাধুগণ, শিবি দশরঞ্চ প্রভৃতি ক্ষত্রিয়গণ যেরূপ সত্যপরায়ণ ছিলেন তাহ পর্যালোচনা করিয়া আপনিও সত্যনিষ্ট হউন । শস্যসমূহ যেরূপ পরিপক্ক হইয়া বিনষ্ট হয় এবং বিনষ্ট হইয়া পুনরায় জন্মগ্রহণ করে,মরণশীল প্রাণিগণও সেইরূপ জীৰ্ণ হইয়া মৃত্যুমুখে পতিত হয় এবং মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করে । মিথ্যাচরণ দ্বারা কেহই অজর অমর হইতে পারে না । সুতরাং আপনি শোক পরিত্যাগ করুন এবং আমাকে যমের নিকট প্রেরণ করিয়া আপনার বাক্যের সত্যত রক্ষা করুন । ॥৫ ॥ রহস্তবোধিনী—প্রকৃত বিবেক বৈরাগ্যবান সাধক তাহার অতীত জীবনের সংস্কার সমূহের দ্বার সাময়িকভাবে অভিভূত হইলেও তাঙ্গার শ্রেয়োমার্গে অগ্রগতি একেবারে অবরুদ্ধ ছহয় যায় না । যে ব্যক্তি একবার কায়মনোবাক্যে ভগবানের শরণাগত হইয়াছে, যাহার দৃঢ়বিশ্বাস জন্সিয়াছে যে ভগবান তাহাকে সৰ্ব্বতোভাবে রক্ষা করবেন সেই আত্মকাম, বিবেক বৈরাগ্যবান ভগবমুখী সাধকের সাময়িক পদস্খলন হুইলেও ভগবান তাহাকে পরিত্যাগ করেন না। তিনি সাধক হৃদয়ে বিমল জ্ঞান জাগাইয়া সাধকের বিবেকবৈরাগ দৃঢ় করিয়া তোলেন এবং সম্ভাবনা ও বিপরীত ভাবনা অপসারিত করিয়া শ্রেয়োমার্গের প্রতিবন্ধক সমূহ দূরীভূত করিয়া দেয়। সাধকের হৃদয়ে তখন শ্রদ্ধার উদয় হয়, হৃদয়ে বল আসে । সে তখন মনে মনে বিচার করিয়া বলিতে থাকে— আমার কিসের ভয় সংশয়ই বা কিসের ? কেবল মাত্র আমিই ত এই পথে অগ্রসর হুইতেছি না । মন ভূমি একবার পশ্চাতে ফিরিয়া দেখ দেখি কত লক্ষ লক্ষ মন্বয়, কত ঋষি মুনি এই পথ অবলম্বন করিয়া কৃতকৃত্যতা লাভ করিয়াছেন । কত রাজা তাহাদের রাজ্য পরিত্যাগ..