পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাটপর্বব । ] গোবন্দং করবেণুবাদনপরং দিব্যাঙ্গভূষং ভজে । 88ፃI বকতক্ষণে আইলেন ধনঞ্জয় । বেশ কুণ্ডল শঙ্খ কর্ণেতে শোভয় ॥ কশ বেণী নামিয়াছে পৃষ্ঠোপরে । , ভূমিকম্প যেন মত্তগজ পদভরে ॥ দুরে থাকি সবারে জিজ্ঞাসে মৎস্যপতি । ঐই যে আইসে যুবা ছদ্ম নারীজাতি ॥ পূর্বে কি ইহারে কভু দেখিয়াছ আর । মনুষ্য না হয় এই দেবের কুমার ॥ ইহা দেখি অসম্ভব হয়েছে সবাকে । কেব। এ বুঝহ শীঘ্ৰ আসিছে হেথাকে ॥ অর্জুন বলেন আমি হই যে নর্তক । সেই হেতু বহুকাল আমি নপুংসক ॥ নৃত্য গীতে মম সম নাহিক ভুবনে । শিখাইতে পারি আমি দেবকন্যাগণে ॥ বিরাট বলিল ইহা নাহি লয় মন । এ কৰ্ম্মের যোগ্য তুমি নহ কদাচন ॥ এই নারীবেশ তুমি ধরিয়াছ গায়। তোমার অঙ্গেতে ইহা শোভা নাহি পায় ॥ ভূতনাথ অঙ্গে যেন ভস্ম আচ্ছাদিল । নকর তেজ যেন মেঘেতে ঢাকিল ॥ তামার এ ভুজতেজ যে ধনু সহিল । ন ধনুর তেজে সব পৃথিবী কঁাপিল ॥ পাৰ্থ বললেন রাজা ধৰ্ম্মের নন্দন । তার ভার্য্যা দ্রৌপদীর ছিলাম গায়ন ॥ "ক্র রাজ্য নিল তারা প্রবেশিল বন । এই হেতু তব রাজ্যে আইনু রাজন ॥ আমি নপুংসক রাজা নাম বৃহন্নলা। }ত্য গীত বাদ্য শিক্ষা দেই রাজবালা ॥ "গ বললেন তুমি রহ মম পুরে । পিঁ সমৰ্পণ আমি করিনু তোমারে ॥ জন পুত্র দারা রাখ এই পুর। ং ল্য তুমি এই রাজ্যের ঠাকুর ॥ দি কন্যা যত আছে মম পুরে । ঐ সূত বিশারদ করহ সবারে ॥ বলি অন্তঃপুর মধ্যে পাঠাইল । **ত রহেন পার্থ কেহ না জানিল ॥ で売 ä ζ 하 ॐ び

f ‘. ! কতক্ষণে নকুল করিল আগমন । দূরে থাকি মুহুর্মুহু দেখিল রাজন। মেঘ হৈতে মুক্ত যেন হৈল শশধর । সূতবেশ তুরঙ্গ প্রবোধ বাড়ি কর । দুই ভিতে অশ্বগণ করে নিরীক্ষণ । , মদমত্ত গতি যেন প্রমত্ত বারণ ॥ প্ৰণমিয়া দাণ্ডাইল রাজসভা স্থানে । মধুর কোমল ভাষে নৃপতিরে ভণে । অশ্ব-চিকিৎক আমি শুন গুণধাম । জীবিকার্থে আইমু গ্রস্থিক মম নাম ॥ রাজা বলে এলে তুমি কোন দেশ হৈতে । দেবপুত্র প্রায় তোম লয় মম চিতে ॥ নকুল বলিল কুরু ধৰ্ম্মের নন্দন । লক্ষ লক্ষ অশ্ব র্তার না যায় গণন ॥ সৰ্ব্ব অশ্ব পালিতে আমারে নিয়োজিল । আমার পালনে অশ্বগণ বৃদ্ধি পাইল ॥ কড়িয়ালি দেই আমি যে অশ্বের মুখে । কোন কালে তার দুষ্টভাব নাহি থাকে ॥ রাজা বলিলেন মুম যত অশ্বগণ । সকল রক্ষার্থ তোমা করিমু অৰ্পন ॥ নকুল করিল অশ্ব-গৃহেতে গমন । কতক্ষণে সহদেব দিল দরশন ॥ বালসূৰ্য্য যেমন উদয় পূর্ববভিতে । - অগ্নিশিখা যেন যজ্ঞে দেখি আচম্বিতে ॥ গোপজাতি যেন ধরিয়াছে নটবেশ । গোপুচ্ছ পুচ্ছের দড়ি আছয়ে বিশেষ ॥ রাজা সহ বিস্মিত যতেক সভাজন । প্রণাম করিয়া বলে মাদ্রীর নন্দন ॥ জীবিকার্থে আইলাম তোমার নগর । গাভারক্ষা হেতু যোরে রাখ নরবর । , আমার রক্ষণে গাভা ব্যাধি নাহি জনে । ব্যাঘ্ৰভয় চোরভয় নাহি কদাচনে ॥ বিরাট বলিল এতে তুমি যোগ্য নহ। কে তুমি কি নাম ধর সত্য করি কহ ॥ ইন্দ্র চন্দ্ৰ কামদেব জিনি তব মুৰ্ত্তি । | তব বুদ্ধি পরাক্রমে রাজচক্রবর্তী ॥