বিষয়বস্তুতে চলুন

পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী இ) ভীষ্মত্রপত্র .۔۔ ۔--سیتاتی لمحہوئی پچیس سے নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ খুঞ্জ-পাণ্ডবের যুদ্ধসজ্জা । জিজ্ঞাসেন জন্মেজয় কহ তপোধন। উলুকের মুখে বার্তা করিয়া শ্রবণ ॥ কোন কৰ্ম্ম করিলেক দুৰ্য্যোধন বীর। কিবা কৰ্ম্ম করিলেক রাজা যুধিষ্ঠির ॥ বলিলা বৈশম্পায়ন শুন মহাশয় । দূতমুখে বার্তা শুনি ধৰ্ম্মের তনয় ॥ ফ্রাঞ্চরে কহেন হৈল সমর সময় । বিহিত ইহার যাহা কর মহাশয় ॥ শ্ৰীহরি বলেন রাজা করি নিবেদন । ধাত্র কর মহাশয় দিন শুভক্ষণ ॥ উখনি দিলেন আজ্ঞ রাজা যুধিষ্ঠির। চল্লিশ সহস্র রাজা সাজে মহাবীর ॥ পচকোটি রথ সাজে ত্রিশ কোটি হাতী। কোটি আসোয়ার অসংখ্য পদাতি ॥ * অক্ষৌহিণী সেনা পাণ্ডবের দলে। বে বিষ্ণুপরায়ণ মহাবল বলে। জিলান শখধ্বনি বিবিধ বাজন। ন অস্ত্রে বীরগণ করিল সাজন ॥ ইরি করিয়া অগ্ৰে পাণ্ডুরতনয়। শিক্ষত্রে চলিলেন করি জয় জয় ॥ । পাঞ্চজন্য আপনি বাজান নারায়ণ ॥ দেবদত্ত শঙ্খ বাজাইয়া ধনঞ্জয় । যুদ্ধ করিবারে যান সমরে দুর্জয় ॥ গদা হস্তে বৃকোদর আনন্দিত মন । সহদেব নকুল সাজিল সেইক্ষণ ॥ দ্রুপদ শিখণ্ডা আর বিরাট নৃপতি । জরাসন্ধস্থত সহদেব মহামতি ॥ ধৃষ্টদ্যুম্ন চেকিতান সত্যকি দুর্জয়। শ্বেতশঙ্খ ও উত্তর বিরাট-তনয় ॥ শূরসেন নৃপ আর কেশী মহাবল । দ্রৌপদীর পঞ্চপুত্র সমরে কুশল । অভিমসু ঘটোৎকচ সমরে বিশাল । ইত্যাদি সাজিল রণে যত মহীপাল ॥ জধু জয় শবেদ বাদ্য বাজে কোলাহল । . কুরুক্ষেত্রে উত্তরল পাণ্ডবের দল । দাড়াইল পূৰ্ব্বমুখে সব সনাগণ । যুধিষ্ঠির মহারাজা হরফত মন । দুঃশাসনে ডাiম স্থা বলিল দুৰ্য্যোধন । যুদ্ধ করিবারে, কম বাহিনী সাজন। সাজ সাজ বলে রাজা বিলম্ব ন সহে । মারিব পাণ্ডবগণ আনন্দেতে কহে ॥ " তর্জন গর্জন করে যত যোদ্ধাগণ ।