বিষয়বস্তুতে চলুন

পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ b-8 কমলার ধ্যান ধ্যান—ওঁ আলীন সরলীরুহে স্মিতমুখী— [ মহাভারত । হরিষেতে পাণ্ডবের সৈন্যগণ সাজে । । তুরী ভেরী ছন্দুভি প্রভৃতি বাদ্য বাজে ॥ চতুরঙ্গ দল সাজি সমরে আইল । সৈন্যগণ-কোলাহলে আকাশ ব্যাপিল ॥ রথীকে ধাইল রথী গজ ধায় গজে । আসোয়ারে আসোয়ার পদাতিক যুঝে ॥ নানা অস্ত্র সৈন্যগণ করে বরিষণ । আষাঢ় শ্রাবণে যেন বরিষয়ে ঘন ॥ পার্থ ধনুৰ্দ্ধর রথে শ্রীহরি সারথি । ভীষ্মের সম্মুখে রথ নিলেন ঝটিতি ॥ দেবদত্ত শঙ্খ বজাইলেন অৰ্জ্জুন । বাজিল ভীষ্মের শঙ্খ তা হ’তে দ্বিগুণ ॥ কুছ শঙ্খনিনাদে হইল মহারোল । প্ৰলয় কালেতে যেন সমুদ্র-কল্লোল ৷ অৰ্জ্জুনে দেখিয়া ভীষ্ম বলেন বচন । আজিকার রণে পার্থ বুঝিব বিক্রম ॥ দুৰ্য্যোধন রাজার মুকুট নিলে তুমি । - কৃষ্ণের ছলনা এত না বুঝিনু আমি ॥ কৃষ্ণের মায়ায় বশ এ তিন সংসার । ব্ৰহ্ম স্থর অগোচর কিবা অন্য আর ॥ ছল করি মম স্থানে নিলে পঞ্চ শর । বুঝিব কিমতে আজি করিবে সমর ॥ আজি মম প্রতিজ্ঞ শুনহ ধনঞ্জয় । কৃষ্ণে ধরাইব অস্ত্র জানিহ নিশ্চয় ॥ করিনু প্রতিজ্ঞ আমি যদি নাছি করি । শান্তনুনন্দন বৃথা ভীষ্ম নাম ধরি ॥

  • ভীষ্মের প্রতিজ্ঞ শুনি যত দেবগণ ।

কৌতুক দেখিতে সবে আইল তখন ॥ প্রথমে প্রতিজ্ঞ এই করিলেন হরি ; ভারত সমরে অস্ত্ৰ নাহি করে ধরি ? প্রতিজ্ঞ করিল এবে গঙ্গার নন্দন : দেখিব কাহার পণ করিবে রক্ষণ ৷ অনন্তর-ভীষ্ম বীর সন্ধান পূরিল। গগন ছাইয়া বাণে অন্ধকার কৈল ॥ সন্ধান পুরিয়া পার্থ এড়িলেন বাণ । অৰ্দ্ধপথে কাটি ভীষ্ম করে খান খান । পুনঃ বাণ এড়িলেন ইন্দ্রের নন্দন । শীঘ্র হস্তে ভীষ্ম তাহ কাটে সেইক্ষণ ॥ দোহে দোহোপরে অস্ত্র করয়ে প্রহর । র্দেশহাকার অস্ত্ৰ দোহে করয়ে সংহার ॥ দ্রোণ ধৃষ্টদ্যুক্ষে বাধে ঘোরতর রণ । ; চমৎকৃত হয়ে তাহ দেখে সৰ্ব্বজন ॥ ধৃষ্টদ্যুম্ন দ্রোণেরে মারিল মহা-শর } । দ্রোণ মারে শত বাণ তাহার উপর ॥ মহাক্রোধে দ্রোণাচাৰ্য্য পুরিল সন্ধান । ধৃষ্টদ্যুম্নে মারিলেন আর দশ বাণ ॥ হাহাকার করে লোক দেখি মহাবাণ ; ! ধৃষ্টদ্যুম্ন শর হানি করে খান খান ॥ বাণ ব্যর্থ দেখি গুরু পাইলেন লাজ । শক্তি ফেলি মারিলেন হৃদয়ের মাঝ r মহাবল ধৃষ্টদ্যুম্ন পূরিল সন্ধান । দ্রোণের সে মহাশক্তি করিল দুখান ! মহাক্রোধে দ্রোণ গুরু বরিষয়ে শর ধৃষ্টদ্যুম্ন-ধনুক কাটিল বীরবর ॥ ধনু কাট গেল দেখি গদা নিল হাতে । গদা ফেলি মারিলেন দ্রোণাচাৰ্য্য-মাথে : নিম্ন হয়ে এড়াইল দ্ৰোণ মহাবলী । দুর্য্যোধন দেখিয়া হইল কুতূহল । তবে দ্রোণ দশ বাণে পূরিয়া সন্ধান : ধৃষ্টদ্যুম্ন-রথধ্বজ করে দুই খান । বিরথ হইয়া বীর খড়গ নিয়া যান । সারথির মাথা কাটি কৃতান্তে পাঠান ॥ খড়েগর প্রহারে চারি অশ্ব সংহরিল। চোখ চোখ শর দ্রোণ আচাৰ্য্য মারিল : পঞ্চ শরে খড়গ কাটি আচ্ছন্ন করিল ! কবচ ভেদিয়া অস্ত্র অঙ্গে প্রবেশিল । বাণাঘাতে ধৃষ্টদ্যুম্ন ব্যথিত অন্তর । অভিমনু্য-রথে গিয়া উঠিল সত্বর । ভীম দুৰ্য্যোধন যুদ্ধ কি দিব তুলনা ; চমৎকৃত হইয়া দেখেন সৰ্ব্বজন ॥ গদাযুদ্ধ করে দেহে সংগ্রাম ভিতর । দোহার প্রহারে দোহে হইল জর্জর } -ms