পাতা:কৃষ্ণকর্ণামৃতম্‌.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ কৃষ্ণকর্ণামৃতং । হর্ষাকুল-ব্ৰজবধু-মধুরাননেন্দোঃ । আরব্ধবেণুরবমাত্তকিশোরমুর্তেরাবির্ভ বস্তু মম চেতলি কেইপি ভাবtঃ ॥ ১৯ ॥ - কোটিমৰ্ম্মথত্বেন প্রকাশিত কিশোরমূৰ্ত্তি যেন। তথা আ সম্যক মুগ্ধং যথা: স্যাত্তথাদ্ধনয়নাযুজেন চুম্ব্যমানে হৰ্ষাকুলায়৷ ব্ৰজবধ্বাস্তচ্ছে ষ্ঠায়াস্তস্য মধুবা ননেন্দুৰ্যেন। বাহে স্পষ্ট এবার্থঃ ॥ ১৯ ॥ যিনি কোটি ২ মন্মথ মোহন ও অৰ্দ্ধ মুকুলিত লোচনপ্রান্ত দ্বারা হর্ষাকুল ব্ৰজবধু অর্থাৎ ত্ররাধার স্বমধুর মুখচন্দ্রকে চুম্বন করিতেছেন এবং আরব্ধ বেণুরবে যাহার কিশোর-মূৰ্ত্তি প্রকাশিত হইতেছে, সেই শ্ৰীকৃষ্ণের কতিপয় অনিৰ্ব্বচনীয় ভাব সমূহ আমার মনোমধ্যে আবিভূত হউক ॥ ১৯ ॥ যদুনন্দনঠাকুরের পদ্য । ভাব স্বরুক চিত্তে থাকি ৷ এ রূপে রাইর মনে, বাঢ়ে কেলিলেtভগণে, তাহ দেখি ব্ৰজযুবরাজ। রসিকশেখর গুণে, পুনঃ রাধিকার মনে, বাঢ়াইছে সে লোভ অব্যাজ ॥ - রাস স্থানে গন্ত মনে, উঠে কৃষ্ণ সেইক্ষণে, কোন ছদ্ম করিয়া গোবিন্দ। রাইর উৎকণ্ঠ চেষ্টা, দেখিতে মনের ইষ্ট তাহা লাগি এই পরবন্ধ ॥ গোবিন্দ রোধন রাই, দেখি অতি স্থখ পাই, লীলাশুক । কহে সখীগণে । কৃষ্ণকর্ণামৃত এই, লীলtশুক কহে, যেই, শুন সবে করি এক মনে ॥ ১৯ ॥