পাতা:কৌত্তক বিলাস.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেীৰ্ত্তক বিলাস । సి& . মোর মন ীি এতবলি সেই নারী ত্যজিল জীবন। তথা পি সবুর দ্বিজ ভাবে মনে মন ৷ নিশ্চয় ত্যজিব প্রাণ নাহিক সংশয় । ক্ষণেক সবুরে দেখি কিবা মোর হয় এত ভাবি হৃষ্ট মনে রহে দ্বিজ বর। আর এক নারী যায় বনের ভিতর আসি ধনী কাম কুপে কাম আশে পড়ে। বলে এ কামনা যেন মোর না ৰাহুড়ে ॥ রসিকা বালিকা আমি কত বাক্য জানি। গগুমুখ পতি মোর তাপে দহে প্রাণি । এবার আমার পতি হবে যেই জন বিচারে জিনিবে সেই এ তিন ভুবন ॥ এত বলি কাম্য কূপে ত্যজিল পরাণ ৷ দেখি বিপ্র আর বার মরিবারে যান । তথাপি সবুর ফল করিয়া আশয়। বনে বসি সংগোনে রহিল তথায় ৷ হেন কালে আর এক নারী উপনিত । কামৰূপ প্রদক্ষিণ বরিয়ে ত্বরিত ॥ বলে মনোদুঃখে মরি পতির কারণ। দেখিতে কুৎসিত পতি অতি কুর্গঠন সতির নাহলে পতি মনের মতন। সদাই অসুখ তাহে জীবনে মরণ। ভয়েতে রমণ মন কখন না চায়। অ'খি মুদি রোগি যেন পাচন না খায় ৷ অন্য জনে মনে সতী না করে বরণ । কেমনে পরের সঙ্গে করিবে রমণ। অতএব কামকুপে ত্যজিহে পরাণ। এবার হইবে পতি মদন সমান ॥ এত বলি সেই নারী ত্যজিল জীবন । অতঃপর জিবর ভাব মনে মন । দেখিল নয়নে দ্বিজ সবুরের ফল। এ ক২ দেখি পঞ্চ