পাতা:কৌত্তক বিলাস.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ কোত্তক বিলাস । হৈল বিধাতার। অশ্বিনী নন্দন অবশ্য এজন ভুবন মে। হন কেবা হেন ৰূপ বান। দেখিয় মাধুর্য ভলে গৃহ কায্য সুরেতে অধৈৰ্ষ দেহে মোহে কম্পবান। কেহ বলে আর ঘরে গিয়া ছার হেরিব অঙ্গার সমান অভ। গ৷ পতি ॥ গৃহে কেবা যায় ধরি এর পায় যদি লয়ে যায় করি আমায় সংহতি । পরিধান বাস পাইয়া হু তাস উল্লাস বিলাস প্রকাশ শরীর ময় ৷ মন্তক অঞ্চল কাচলি বঞ্চল সদাই চঞ্চল কটির বসন হয় ৷ করিতে বন্ধন করয়ে যতন অমনি কসন খসন হয় কি জ্বালা ॥ ঘরে যেতে চায় মন নাকি যায় ভাবে একি দায় যতেক কুলের বালা মদনে মাতিয়া কান্দিয়াং পতিকে নি ন্দিয়া সকলেতে খেদ করে। মনোমত পতি নহিলে যুবতী বিমরিশ অতি বিষাদ যদা অন্তরে। এমন পুরুষ সে রসে সরস নহিলে পরশ ন| বাচে পরাণ আর ॥ দ্বিজ শ্যাম কহে কামানলে দহে নারীগণ কহে পতি নিন্দ যে যাহার। ജബ নারীদিগের পতি নিন্দ । পয়ার। মাতিয়া মারের শরে যতেক যুবতী। চলং গৃহে যাই কহিছে ভারতী। চলিতে চরণ চাহে মন নাছি চলে। বিচ্ছেদ বিকার ছলে পতি নিন্দা বলে। এক রামা বলে ধরে কিবা প্রয়োজন। মনোমত নহে,