পাতা:কৌত্তক বিলাস.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 কৌত্তক বিলাস । , পণ্ডিত রাজন। ইথে যদি কোন ਸੀ। রহে মোর ক্রুf § তবেতো পাইব দণ্ড নহিলে ন ঘাটি। অশ্ব কভ, অ৷ শোয়ার না নাম্বায়ে নাদে । দেব অশ্ব নেদে কেন পড়িল প্রমাদে। হাসিয়া কহেন রাজা শুন সভজন কি বোল বলিল এই বিটলে ব্রাহ্মণ ॥ শুনিয়া সভাস্থ জনে করে হাস্যধ্বনি । রাজা তারে দান করে তখনি অবনি । খুসি হয়ে দ্বি জবর যায় নিজবাস । দ্বিজ শ্যাম বলে এই ৰি ষাদে উল্লাস । রাজ। দ্বিজগণকে নবাবের নিকট প্রেরণ ও মনেতে বিষাদ । পয়ার। একদিন নবাব কহিল নৃপবরে। পাঠাবে পণ্ডিত গণ আমার হুজুরে । বিদ্যাবান ধারবুদ্ধি জেn তিষে পারক। অবশ্য পাঠায়ে দিবে সেই সব লোক । শুনে রাজা হৃষ্ট হয় না জানে কারণ । দেখে২ দ্বিজগণ করে নিমন্ত্রণ পাঠান মুরশিদাবাদে পণ্ডিতের গণ । নবাব সম্বাদ পায়ে পুলকিত মন । আপনি আসিয়া লয়ে যায় দ্বিজগণে । বাসায় বসায় সবে করিয়া যতনে । দ্বিজগণ বলে কি হেত্তক যাহাপনা । এখানে আসিতে অজ্ঞা করিলে আপনা । নবাব কহিছে সবে পণ্ডিত তোমরা। কহ হে জ্যোতিষে কেবা আছ তৎপরা ॥ ভূমিকম্প কবে হবে কররে গণন । নহিলে বঞ্চিলে দলে । করিব বন্ধন । শুনিয়াছি গুহণাদি বৃষ্টি বন্যাগণ ॥ এ