পাতা:কৌত্তক বিলাস.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । (fV) বিচক্ষণ ॥ তারকি হইতে পারে হেন ঘোর দায়। স্থির হওমহারাজ করিৰ উপায় ॥বড়ই কঠিন তারে কেৰা করে জয় । দেখহ সাক্ষাতে সৈন্য হৈল পরাজয় ৷ স্থির জলে শিলা পচে স্থির কর মন । অবশ্য করিব তারে প্রকারে বন্ধন । কিন্তু এক কথা বলি করহে ঘোষণা । এই কথা তব যেন জামে সৰ্ব্বজন ॥ প্রচারিৰে সৰ্ব্বঠাই । শুনহে রাজন। কহিবে আমার মন্ত্রি ছিল চারিজম । কোন কমে বিজ্ঞ নহে কেবল জঞ্জাল। সুবোধ হইলে মন্ত্রি একজন ভাল। আমার এচারি বেটা কি করিতে পারে। এক মন্ত্রি রাজার ফেলিল মোরে ফেরে। ঐ মন্ত্রি সম তন্ত্রি মন্ত্রি যদি মিলে। তবেতো দেয়ানী তারি রহিবে দখলে৷ অদ্যাবধি নাহেরিব ওদের বদন। আজি হৈতে চারিজন হইনু গোপন করিয়া কর্মের সিদ্ধ বদ্ধ করি তারে। পুনশ্চ আসিব রাজা তোমার হুজুরে। শুনিয়া আদেশ রাজা করে চারিজনে । কতদিন রঙ্কে তার লুকায়ে গোপনে ॥ পরে ঐ কথা ব্যাপ্ত হয় সৰ্ব্ব ঠাই । বলয়ে রাজার আর মন্ত্রি কেহ নাই। প্রতাপরুদ্রের কাছে ঐ কথা যায়। শুনিয়া হাসয়ে রাজা বলে একি দায় ॥রাজা কৃষ্ণচন্দ্রের কথা অপূৰ্ব্ব প্রকাশ। ঐশ্যাম কোত্তকে কহে কৌত্তক বিলাস। 7 প্রতাপরুদ্রের সহিত চারিজন মন্ত্রির মিলন। ত্রিপদী। এখানেতে চারিজনঃ যুক্তি করি মনে মনঃ