বিষয়বস্তুতে চলুন

পাতা:কৌত্তক বিলাস.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেীৰ্ত্তক বিলাস । ○○ রাজ হাসে झ्२िfई-ाउ পতি আহার দেয় লয় ভুজ পরে ছড়াইয়ে ফেলেদিল কোপিত অন্তরে। বাসায় প্রভতি পক্ষী করয়ে ভোজন । দেখিয়া মন্ত্ৰিতো তবে করয়ে নৰ্ত্তন। কখন কেপীন ধারী কথন উলঙ্গ। তৈল বিন৷ খড়ি উঠে ফাটে সৰ্ব্ব অঙ্গ। কিন্তু মুখে এই কথা সৰ্ব্ব ক্ষণ বলে ধরে লয়ে যাবে ভ,পে শুনহে সকলে । সকলে পাগল বলে উপহাস করে। রাজপত্রে চরি ধীর মনে । তে শিহরে । কিজানি এ কোন জন কেমন পাগল । সন্ধান করিব সত্য কিবা করে ছল । সারাদিন নগরে২ ফিরে ঘোরে। কার দানাপানি কলু গুহণ না করে। এত বলি চারিজনে করিয়ে মুকতি । সঙ্গেতে রহিল তারা সংগোপনে অতি ৷ এখানে প্রহর নিশা হইল গগণে । মন্ত্রিরাজ আইল মুদির সন্নিধানে। গত মাত্র আহারের পায় আয়োজণ করেতে লইল ভক্ষ্য বিপক্ষ দলন। একজন দেখি ভাবে কেমন পাগল । কোথ। হৈতে আয়োজন লইল সকল ৷ জানিতে বিশেষ তার কোন কয় করে। এত ভাবি একজন উঠে বৃক্ষোপরে। মন্তি নাহি জানে পিছে আছে অরিজন। শ্মশানে দু१f ম স্থনে করিছে রন্ধন । গাছ হৈঁতে সব তত্ত দেখিছে সেজন। বলে এ বেটার হয় সকলি ভণ্ডন ৷ যেহেীক ধরিব এরে আহরের পরে । হেন কালে মন্ত্রি রাজ উদ্ধ দৃষ্টিকরে। দেখিল সন্ধ নী জনে আছে বৃক্ষোপরে।