পাতা:কৌত্তক বিলাস.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস। Գd: ঐশ্যামাচরণ বলে কৌত্তক বিলাসে । এবার উত্তর ভূপ পাবে অনায়াসে । ^* রাজার নাতিনীর সহিত কৌত্তক । নবীন যৌবনী ধনী ষোড়শী ৰূপসী । তাঁর কাছে গিয় রাজা কহে হসি২ ৷৷ কহ দেখি বিধু মুখী কোন রোগ ভাল । শুনি ধনী বলে বাণী শুন মহি পাল ৷ বিহিতে অতিতে কথা বৃথা যোগ্য নয়। স্থান বুঝে টাক যদি পড়ে মহাশয় । ইহা বিন খল গণে করে ভাল কব । যখন যাহার ভোগ তার প্রাদুর্ভাব 11 এহেন বচন শুনি হসে রাজ্যেশ্বর । শ্যাম কহে সমুচিত বিহিত উত্তর । রাণীর সহিত কৌতুক । তাঙ্কারে অনেক মুদ্রা দিয়া অলঙ্কার। রাণীর সঙ্গেতে রঙ্গ করে আর বীর । আমারে তোমার পিতা দিয়া ছিল বিয়। এত সুখ ভুঞ্জ তুমি তাহার লাগিয়া ৷ স্বণ ময় অলঙ্কার জড়য়া জড়িত। সৰ্ব্বাঙ্গেতে গজমতি হয়েছে ভূষিত ৷ নানাবিধ বস্ত্র পর কেব। হেন পায়। কত আর দান কর যাহা ইচ্ছা যায় ৷ অন্যবরে হৈলে পরে হৈত কত দুঃখ শুনি বাণী কহে রাণী করিয়া কৌস্তুক ॥গণ্ডমুখ পিতা মোর নাহি ছিল জ্ঞান। নব। বের ঘরে মোরে নহি দিল দান ৷ তোমার নিকটে খণ মল নাহি পায় । সেইলে সে সাধ মোর পুরাইত রায় ।