পাতা:জীবন তারা.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

48 জীবন তারা । বলে যাও তবে শ্বশুর আলয়৷ পশ্চাতে আসিবে পুনঃ শিখাইব যোগ। জীবন বলেন মোর হৈল জ্ঞান যোগ। যাই তবেগুরু বাক্য হৃদে ভাবি সার। চরণ প্রসাদে যেন ভবে হই পার। রসিক কহিছে যোগী এ গুরু কেমন। যখন করিবে পার জানি বে তখন ॥ - sammg অথ জীবনের শ্বশুরালয় গমন । রাগিণী হাম্বির। তাল একতাল। চলে রায় রঙ্গে । ভাসিতেসে প্রেমময়ী ধনির প্রেম তরঙ্গে ॥নানা ফুলের গন্ধচুটে,সেীবভেরস উথলে উঠে, ঐ সময়ে রসময়ের অঙ্গ ঘেরে অনঙ্গে ॥ ধ্রু॥ পয়ার। এইরূপে কথা হয় মধুকুঞ্জে বাস। পোহাইল বিভ বরী অন্ত গেল শশী ॥ রায় বলে আসি তবে আশীৰ্বাদ কর। হাসিয়াসূদী বলে সুখেকালহর॥ঐদুর্গ বলিয়াধীর ধীরেং চলে। উত্তরল কালীবাড়ী অতি কুতহলে । হের্থ সন্যাসিনী বেশ ভাজিয়ে সুন্দরী। পারলেন পূৰ্ব্ব সাজস্হ সহচরী। বসি লেন সতীযেন রতিরে জিনিয়া। হাসিয়া সখীর অঙ্গে পড়েন চলিয়া॥ধীরে ধীর সখী তখন সুধায়। জিনিয়াছ ঠাকুর ঝি বচনে সুস্থায় মুখে শশীজনে মাজয় কেশরীরে কতগুণ আছে গে। তোমার এশরীরে। নয়নে জিনেছ মৃগ নব ঘনে কেশে তোমারে যে জিনে আমি নাহি জানিকে সে। গুণেতে জিনিলে নিজ কান্ত গুণমণি।নদেখি তোমার মন্ত চতুরা রমণী