পাতা:জীবন যামিনী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । & চলিতে সকতি নাই, দোহাইনা মানে হাই; কৃশাঙ্গী কম্পিত অঙ্গভরে । ভজলে অঞ্চল পাতি, নিদ্রা যায় দিবারাতি, মূৰ্ত্তিক ভক্ষণসুখেকরে । চলাচারি কৰ্ম্ম যাহা, সমাধা করিল তাহ০ মিলে যত জলাঙ্কনা সব । জ্ঞাতিবন্ধু করি সাধ, রাণীরে খাওয়ায় সাধ, দিন দিন নব মহোৎসব । পৃষ্ঠ হল দশমাস, শুভদিন সুপ্রকাশ, প্রসব বেদন পায় রাণী । নারীগণ হর্ষ যুত,ভূমিষ্ঠ হইল সুত, অপরূপ সেরূপ বাখণনি । যেন নব শশোধর, উদয় ধরণী পর, মরি মরি কিবা মুখ ছাদ। রূপে গুহে আলোকরে, স্বস্তু লজ্জায় মরে, রতিপতি গণে পরমাদ । প্রসব ষাতন যত, লিখিয়ে জানাব কত, রাণী রহে হয়ে অচেতন । কিছুক্ষণ পরে তার, জ্ঞানোদয় পুনৰ্ব্বার, নারীগণ করে নিবেদন । ওগোরাণী কিবাকর, ধরধর বংশধর, শশধর ধরায় উদয় । ফিরে দেখ বিধুমুখী; এখনি হইবে সুখী, যাতনা ঘুচিবে সুনিশ্চয় ॥ - হেরিয়ে সুতের মুখ, রাণী পারিল দুখ, অহলাদে বচন নাছি সরে ।