পাতা:জীবন যামিনী.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i・ জীবন যামিনী ৷ কন্য! আ স্বেষণ কর নগরে নগরে ৷ যেমন জীবন মোর কাঞ্চন সুৱতি । তাহার সদৃশ কন্যা হবে রূপবতী । রাজ অণজ্ঞা শিরে ধরি হরিষ অন্তরে । কন্যা অন্বেষণ করে দেশ দেশান্তরে । জীবনের বন্ধু গণের সহিত কথোপ কথন । জীবনের বন্ধু গণ শুনি সমাচার । জীবনে কহিছে গিয়ে আনন্দ তা পায় । একি শুনি সখা আজি ভূপতি সভায় । তব বিভা হেতু ভাট পাঠালেন রায় । এতৃদিনে প্রজাপতি বুঝি সানুল্লল । ফুটাইল সুখময় বিবাহের ফুল । বিবাহ করিবে অাগে শিখ রক্ত রস । বাসরে ঠকিলে হবে বড় অপযশ । রমন্ট সমাজে হলে অবনত শির । লজ্জায় পড়িকে তবে শুনু ওহে ধীর । জীবনকহিছে ওহে শুন বন্ধ গণ । আমারে কথায় জেনে সে নারী কেমন ॥ কিন্তু এক পণ অাছে শুন প্রিয়গণ । বিবাহ করিতে রত নাহি হয় মন । রমণী রমণে বল বিব। মুখবোধ । ঘে করে অঞ্চহলাদ জ্ঞান সে বড় অবোধ । রমণী সরুলু নহে খাল পরবশ । অন্তরে গরল রাশি সুধু মুখে রস । এত শুনি সখীগণ কহে হাস্য কfর । প্রবল ভরদ্র দেখে কে ডুবায় তরী ।