পাতা:জীবন যামিনী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী ॥. বসিতে অপসন দিতে আঁখি ঠেরে কয় । হাসিতে হাসিতে সর্থী অাসিয়ে তখন । বসিতে আসন দিল বসিল জীবন । রণয় কহে সহচরী শুনহ বচন । কোথা সেই ৰাজকন্য। করিল গমন । এবড় বিষম রোগ করি দরশন । বৈদ্যেরে দেখিয়ে রোগী করে পলায়ন । চিকিৎসার এই রীতি নিদানেতে কয় ? অগ্ৰে নাড়ী টিপে ধাত দেখিতে যে হয় । পরেতে চেহারা তার করি দরশন । ইহাতে করয়ে বৈদ্য ব্যাধি নিরূপণ a না দেখিলে না ধরিলে কোন ফল নয় । অrধারে মারিলে ঢেল কিবা লাভ rহয় । বুঝিলাম এইরূপে যত বৈদ্যগণ । না দেখিয়ে কারাগারে হয়েছে বন্ধন । এত শুনি রসবতী রসে নিমগন । সখী উপলক্ষ করি কহিছে তখন । নাড়ী টিপে রোগ দেখা প্রশংসিত নয় । অনুভব চিকিৎসা উত্তম লোকে কয় । বৈদ্য হলে জানিতে বৈদ্যের আচরণ । কামারে জমার বৰ্ত্তি সাজে কি কখন । সৰ্ব্ব শাস্ত্রে বিষারদ হবে যেই জন । । তাহার ঔষধী অামি করিব ভক্ষণ । অজ্ঞ হতে কার যদি সগ লাভ হয় । তাহাও অধম বলি বধগণ কয় । প্লণ্ডিতের হাতে যদি ঘটয়ে মরণ: