পাতা:জীবন যামিনী.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२ জীবন যানীি। বিধাতা বিমুখ মোরে দুঃখেতে ভাসালে । শুকাইলপয়োনিধি অধমার কপালে।u. হাস্য করি রসবর্তী কহিছে জীবনে । অবাক হলেম আমি তোমার বচনে। সরোবর অাছে বটে সত্য এ বচন । কিন্তু কি রূপেতে জল করিবে ভক্ষণ ৷ প্রচণ্ড তপন দেখ রক্ষক তাহার । তাহার সাক্ষাতে দেও কি সাধ্য আমার । অস্তা চলে দিবাকর করিলে গমন । তার কার্য মুম্নাকর করিবে গ্রহণ। কামিনী বান্ধব যেন সেই সুশীতল ৷ না হবেন রুষ্ট তিনি খায়াইব জল It দিবস থাকিতে ৰন্ধু কভু না পারিব । দাতব্য করিতে কিহে কলুষ व्नझेद It ক্ষণেক বিলম্ব আর সঙ্গেনা হে কভু। আজি ষর কালি কি পাদগড় তব প্রভু ! যদি ভাগ্য ফলে পাইয়াছি দরশন - অবশ্য পুরিবে অাশা চিন্তা কি কারণ ॥ কি রূপে মিলন হবে না দেখি উপায় । বারেক খাইলে স্বধা খধ কি হে যায় ৷ রায় কহে রসময় কিবা তার দায় । যখন হয়েছে আসা করেছি উপায় । সবার সন্মতি লয়ে রুব দুজনায় । । ভেকে ভুলাইয়ে ভূঙ্গ যেন মধুখায়। তোমার পিতার প্রিয় ষে অাছে উদ্যান। সৌরভৈ গাঙ্গল করে তৃপ্ত হয় প্রাণ ॥