বিষয়বস্তুতে চলুন

পাতা:জীবন যামিনী.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবৃন যামিনী। এই মতে নৃপতিরে বুদ্ধায়ে কুমার। যামিনীর হেতু মনে ভাবয়ে অপার। নাজানি আমার তবে জাগিয়ে যামিনী । মম আদর্শনে প্রাণ ত্যজিবে যামিনী । তিলেক অন্তর হলে গণিত প্রমান । এখন কেমনে আছে না জানি সম্বাদ ৷ হায় কেন আইলাম ভূপতির সনে। কতই পুমোদী চিন্তা করিতেছে মনে ॥ এই রূপে চিন্তা করে কুমার জীবন । প্রকাশ করিতে নারে দুঃখে দহে মন । যামিনীর খেদ । হেথায় যামিনী ধনী নাগরের আশে । আশাপথ হেরিতেছে কতক্ষণে আসে । সখীগণ সবেমেলি সে নাগর তরে। পুপতুলি মালা গাঁথি রাখে খুরে ঘরে ॥ কেহ যায় যামিনীর করাইতে বেশ । কেহ যায় সযতনে বিনই তে কেশ ॥ " কেহ যায় নয়নেতে স্টুপিতে অঞ্জন । কেহ যায় হন্ত পদ করিতে মাৰ্জ্জন ॥ কবরী বন্ধনে কিবা বেণী শোভা পায়। যেন কুণ্ডলিনী হয়ে ফণী আছে তায় ॥ অন্য সহচরী তার কবরী হেরিয়ে । পুষ্প আনি তদুপরি দিলেন ঘেরিয়ে । তাহে কি হইল শোভা আহা মরি মরি। যেন মণি ধকধক করে তদুপরি ll' ( × ) e