পাতা:জীবন যামিনী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী ৷ 地分‘ তুমি যত ভার তরে ভাবিতেছ ধনী । সে কিগে। নিশ্চিন্ত অাছে শুধাংশুবদনী । বুঝি কোন কাৰ্য্যসুত্রে হয়েছে বন্ধন । অগসিৰেম যুবরাজ চিন্তা কি কারণ । সখীর বচন শুনি কহে রসবতী । ওগো সখী বুঝা গেল সে জমের মতি ॥ এই কি তাহার বল প্রণয়ের ধারণ । কাননে কামিনী রাখি প্রাণে করে সারা । কহিতে দুঃখের কথা বেড়ে ওঠে খেদ । না হতে প্রণয় লাভ ঘটিল বিচ্ছেদ । যদি না আসিবে জান নিষ্ঠুর রতন । তবে কেন সাজাইলে এত অকারণ ৷ ভূষণে ভূষিত করে দিয়াছ আমায় । সে ভূষণ শল হয়ে হানিতেছে কায় । পুপ আনি রাখিয়াছ করিয়ে যুতন। সে পুষ্প নগর বিনে করিছে দহন u . সেই দহনেতে অামি বিধিমতে জলি । প ত্যেক তাদের গুণ শুন তবে বলি । বকুল ব্যাকুল করে সেখন বিহনে ৷ মাগ প্রায় নাগেশ্বর দংশুrয় বদনে । যে ফুল রেখেছ হেয়া নামেতে অশোক । সে কেন অামারে সখি বাড়াতেছে শোক । ইনিতে প্রধান ফুল নামেতে গোলশপ । নাগর বিহন রোগ বাড়ায় পুলাপ u. মরিগো পুলাপে এক চাপয় কঁপায় । শুল সম ঝুমকায় চুলুকায়-কায় ।