পাতা:জীবন যামিনী.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনু যামিনী । নগরের মধ্য দিয়ে না করে গমন । কানন ভিতরে অশ্ব চালায় সঘন ॥ ক্রমেতে বাড়িল বেলা হল দ্বিপ্রহর । ক্ষিণাঙ্গী হইল ক্ষিণ কাপে থর থর । তৃষিত হইল ধনী না সরে বচন । শুকাল প্রফুল্ল মুখ ভাসিছে নয়ন ॥ দুগ্ধ ফেণোপমা শয্যা মা রূচিতো মনে । অশ্ব রাখি ভূৰ্মতলে রহিল শয়নে । মৃদুস্বরে সকাতরে পতিপুতি কয়। ওহে নাথ বারি বিনে প্রাণ নাহি রয় ! বারি অন্বেষণ কর রাখ হে জীবন ॥ " নতুবা কাননে আজি ঘটিল মূরণ। প্রেয়সীর ভাব হেরি ভাবিত জীবন। নবীন পন্নৰ ভাঙ্গি করয়ে ব্যাজন । কিঞ্চিৎ শীতলা ধনী হইল তপস্থাতে । বারি অন্বেষণে রায় চলিল ত্বরীতে n রায় কহে স্থির হও সুধাংশু বদনী । এনে জল তৃষ্ণ দূর করিব এখনি । নিৰ্ভয়ে তৰুর তলে কর হে শয়ন । এখনি আনিব বারি চিন্তা কি কারণ । ধনাঢ্য রাজা কৰ্ত্তক যামিনী হরণ : এই মতে প্রমোদায় বুঝায়ে কুমার। সরোবর অন্বেষণ করে মনিৰার। নিকটে সৃলিল বিন্দু দেখিতে না পূrয়। ক্রমেতে চলিল দূরে ভাবি অনুপায় । এখানে যামিনী ধনী বনে একাকিনী ।