পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। 'సి ১৫ কিন্তু তাহদের মধ্যে কেহ২ বলিল, এ ব্যক্তি বালুসি" ১৬ বৃদ্বিারা অর্থাৎ ভূতরাজদ্বারা ভূতগণকে ছাড়ায় । এবং তাহার পরীক্ষার্থে কেহ২ আকাশে কোন এক চিহ্ন দে১৭ খাইতে র্তাহার কাছে প্রার্থনা করিল। তখন তিনি তাহাদের মনের কল্পনা জানিয়া কহিলেন, কোন রাজ্য যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে সে রাজ্য উচ্ছিন্ন হয় ; এবং কোন পরিবার যদি আপনার বিপক্ষে ১৮ ভিন্ন হয়, তবে তাহাও নষ্ট হয় । তেমনি শয়তানও যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে তাহার রাজ্য কি প্রকারে থাকিবে ? অামি বালসিববদ্বার ভূতদিগকে ১৯ ছাড়াই, তোমরা ইহা বলিতেছ। অামি যদি বালসিবুৰদ্বারা ভূতদিগকে ছাড়াই, তবে তোমাদের সন্তানের কাহার দ্বারা ছাড়ায় ? অতএব তোমাদের ইহার বিচার২০ কৰ্ত্ত তাহারাই হইবে । কিন্তু আমি যদি ঈশ্বরের পরাক্রমদ্বারা ভূতগণকে ছাড়াই, তবে ঈশ্বরের রাজত্ব অব২১ শ্য তোমাদের নিকটে উপস্থিত হইল । বলবান ব্যক্তি সুসজ্জীভূত হইয়া যত কাল আপন অট্টালিকা রক্ষা ক২২ রে, তত কাল তাহার সম্পত্তি নিরাপদে থাকে; কিন্তু তাহাহইতে প্রবল কোন ব্যক্তি যদি আসিয়া তাহাকে পরাভব করে, তবে যে অস্ত্ৰ শস্ত্রেতে তাহার বিশ্বাস ছিল, সে সকলই হরণ করিয়া তাহার দ্রব্য বণ্টন করিয়া লয়। ২৩ অতএব যে আমার সপক্ষ নহে, সে বিপক্ষ আছে ; এবং যে আমার সহিত কুড়ায় না, সে ছড়াইয় ফেলে । ২৪ অপর অপবিত্র ভূত মনুষ্যহইতে বহির্গত হইলে পর সে শুষ্ক স্থান দিয়া ভ্রমণ করিয়া বিশ্রামের অন্থেষণ করে; কিন্তু না পাইয়া বলে, আমার যে গৃহহইতে ২৫ আইলাম, সেই গৃহে ফিরিয়া যাই । পরে সে স্থানে 219