বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। २ b~१ ২২ তদনন্তর যীশু শিষ্যবর্গের সহিত যিহুদী প্রদেশে গিয়৷ ২৩ সে স্থানে থাকিয়৷ বাপ্তাইজ করিতে লাগিলেন । আর শালীম্‌ নগরের নিকটবর্তি ঐনন গ্রামে অনেক জল থাকাতে যোহন সেই সময়ে তথায় বাস্তাইজ করিল ; এবং লোকেরা আসিয় তাহার দ্বারা বাপ্তাইজিত হইল । ২৪ তৎকালে যোহন কারাগারে বদ্ধ হয় নাই । ২৫ অপর যোহনের শিষ্যগণেতে এবং যিহুদীয় লোকেতে ২৬ শৌচ ক্রিয়ার বিষয়ে পরস্পর বাদানুবাদ হইল। পরে তাহার যোহনের নিকটে যাইয়া কহিল, হে গুরো, যিনি যর্দন নদীর পারে আপনকার সহিত ছিলেন, যাহার বিষয়ে আপনি সাক্ষ্য দিলেন, দেখ, তিনিও বাপ্ত ইজ করিতেছেন, এবং সকলেই তাহার নিকটে যাইতেছে । ২৭ তখন যোহন উত্তর করিল, ঈশ্বর না দিলে কোন মনুষ্য ২৮ কিছুই পাইতে পারে না। আমি অভিষিক্ত ত্ৰাত নহি, কিন্তু র্তাহার অগ্রে প্রেরিত হইয়াছি, আমি যে এই কথা কহিয়াছি, ইহাতে তোমরা আপনার অামার ২৯ সাক্ষী আছ । যে ব্যক্তি কন্যাকে পায়, সেই বর ; কিন্তু বরের নিকটে দণ্ডায়মান তাহার যে মিত্র, সে বরের শব্দ শুনিলে অতি আহ্নাদিত হয় ; আমারও ৩ তদ্রুপ আনন্দ সিদ্ধ হইল। তাছাকে উত্তর২ বৃদ্ধি পাইতে ৩১ হইবে, কিন্তু আমাকে হ্রাস পাইতে হইবে । যিনি উর্দুহইতে আসিয়াছেন, তিনি সৰ্ব্বপ্রধান; যে জন সংসারহইতে উৎপন্ন, সে সাংসারিক, এবং সংসারেরই কথা কহে; যিনি স্বৰ্গহইতে আসিয়াছেন, তিনি সৰ্ব্বপ্রধান । ৩২ অণর তিনি যাহা দেখিয়াছেন এবং শুনিয়াছেন, তাহরই বিষয়ে সাক্ষ্য দেন, তথাপি কেহ তাহার সাক্ষ্য ৩৩ গ্রাহ করে না ; কিন্তু যে গ্রাহ করে, ঈশ্বর যে সত্য287