পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৪ যোহনলিখিত সুসমাচার । [১১ অধ্যায় । পুত্র, এমন বিশ্বাস করিতেছি । এই কথা বলিয়া সে যা- ২৮ ইয়া আপন ভগিনী মরিয়মকে গোপনে ডাকিয়া কছিল, গুরু উপস্থিত হইয়াছেন এবং তোমাকে ডাকিতেছেন। এ কথা শুনিয়া সে ত্বরায় উঠিয়া তাহার নিকটে গেল । ২৯ যীশু গ্রামের মধ্যে প্রবেশ না করিয়া যে স্থানে মর্থ ৩০ র্তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিল, সে স্থানে ছিলেন । আর যে যিহুদীয়ের মরিয়মের সহিত গৃহে থাকিয় ৩১ তাহাকে সান্থন করিতেছিল, তাহারা তাহাকে শীঘ্র উঠিয়৷ যাইতে দেখিয়া কহিল, সে কবরস্থানে রোদন করিতে যাইতেছে; ইহা বলিয়। তাহারা তাহার পশ্চাৎ গমন করিল । পরে যে স্থানে যীশু ছিলেন, মরিয়ম ৩২ সে স্থানে উপস্থিত হইয় তাহাকে দেখিয় তাহার চরণে পড়িয়া বলিল, হে প্রভো, আপনি যদি এ স্থানে থাকিতেন, তবে অামার ভ্রাত। মরিত না । যীশু তা- ৩৩ হাকে এবং তাহার সঙ্গি যিহুদীয়দিগকে রোদন করিতে দেখিয়া মনে ব্যাকুল ও শোকা হইয়া কহি- ৩৪ লেন, তাহাকে কোথায় রাখিয়াছ ? তাহারা কহিল, হে প্রভো, আসিয়া দেখুন। যীশু রোদন করিলেন । অত- ৩৫ এব যিহুদীয়ের কহিল, দেখ, ইনি তাহাকে কেমন ৩৬ প্রেম করিতেন । এবং তাহীদের কেহ২ বলিল, যিনি ৩৭ অন্ধকে চক্ষুঃ দিয়াছেন, তিনি কি এই ব্যক্তির মৃত্যু নিবারণ করিতে পারিতেন না ? তাহাতে যীশু পুনৰ্ব্বার ৩৮ অন্তরে ব্যাকুল হইয়। কবরের নিকটে আইলেন; সেই কদর একটা গহবর, তাহার মুখেতে এক খান প্রস্তর ছিল । তখন যীশু কহিলেন, এই প্রস্তর সরাইয়া দেও; ৩৯ তাহাতে মৃত ব্যক্তির ভগিনী মর্থ কহিল, হে প্রভো, এখন তাহাতে দুৰ্গন্ধ হইয়া থাকিবে, কেননা অদ্য চারি । 324