বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 3S তে উত্থিত করাতে তাহার শরীর কখনও ক্ষয় পাইতে দিবেন না, এতদ্বিষয়ে তিনি আপনি কহিয়াছেন, যথা, “দায়ুদের প্রতি আমার যে অনুগ্রহ নিশ্চিত ৩৫ “ছিল, তাহা তোমাদিগকে দিব ।” তদ্রুপ অন্য গীতেও কহিয়াছেন, “ তুমি নিজ পুণ্যবানকে ক্ষয় পা৩৬ “ ইতে দিব না ।” দায়ুদ ঈশ্বরের অভিমতানুসারে তাহার সেবা করিতেই আপন আয়ুর ব্যয় করিলে পর মহানিদ্রা প্রাপ্ত হইয়া নিজ পূৰ্ব্বপুরুষদের সহিত মি. । ৩৭ লিত হইয়া ক্ষয় পাইল; কিন্তু র্যাহাকে ঈশ্বর কবর৩৮ হইতে উঠাইলেন, তিনি ক্ষয় পাইলেন ন} । অতএব হে ভ্রাতৃগণ, এই ব্যক্তিদ্বারা পাপমোচন হয়, ইহ। ৩৯ তোমাদের প্রতি প্রচারিত আছে । ফলতঃ মূসার ব্যবস্থাতে তোমরা যে ২ দোষহইতে মুক্ত হইতে পার না, সে সকল দোষহইতে এই ব্যক্তিতে প্রত্যেক বিশ্বাসকারী মুক্ত হইতে পারে, এই কথা তোমরা জ্ঞাত ৪ • হও । আর, “হে অবজ্ঞাকারি লোকেরা, চক্ষুঃ মেলি“ য়। দেখ, এবং অসম্ভব জ্ঞান করিয়া লজ্জিত হও ; “ ষেহেতুক আমি তোমাদের বর্তমান সময়ে এমন “ কৰ্ম্ম করিব, যে তাহার বিবরণ কেহ তোমাদিগকে ৪ ১ “ জ্ঞাত করিলেও প্রত্যয় করিব না ;” এই যে কথা ভবিষ্যদ্বক্তৃগণের গ্রন্থে লিখিত আছে, সাবধান, তাহ যেন তোমাদের উপরে না ঘটে । ৪২ অপর বিহুদীয় ভজনালয়হইতে বহির্গত হইলে পর আগামি বিশ্রামবারেও যেন আপনাদের প্রতি এই কথা প্রচারিত হয়, অন্যদেশীয়ের এই প্রার্থনা করিল। ৪৩ এবং সভা ভঙ্গ হইলে অনেক ২ যিহুদীয় লোক ও যি হুদীয় মতাবলম্বী ভক্ত লোক পৌল ও বর্ণকার পশ্চাৎ 4.17