পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর ৰিব'রন । 8○> ১৭ করিবার জন্যে তোমাকে দর্শন দিলাম । বিশেষতঃ অন্যদেশীয়দের ও নিজ দেশীয় লোকদের যেন পাপমোচন হয়, ও তাহারা অামাতে বিশ্বাস দ্বারা পবিত্ৰী১৮ ক্লতদের মধ্যে যেন অংশ পায়, এই অভিপ্রায়ে তাহাদের জ্ঞানচক্ষুঃ প্রসন্ন করিতে এবং অন্ধকারহইতে দীপ্তির প্রতি ও শয়তানের অধিকারহইতে ঈশ্বরের প্রতি মতি ফিরাইতে, তাহদের কাছে তোমাকে প্রেরণ করিয়া তাহদের মধ্যহইতে তোমাকে মনোনীত ১৯ করিলাম।' হে রাজন অণগ্রিপপ, এমন স্বৰ্গীয় প্রত্যা২০ দেশ অগ্রাহ না করিয়া প্রথমে দন্মেষক নগরে, অনন্তর যিৰশালমে ও সমুদয় যিহুদা দেশে এবং অন্যান্য দেশে, যাহাতে লোকের মতি ফিরায় ও ঈশ্বরের প্রতি ফিরে ও মনঃপরিবর্তনের যোগ্য কৰ্ম্ম করে, এমন উ২ ১ পদেশ প্রচার করিতে লাগিলাম । এই নিমিত্তে बिडू দীয়েরা মন্দিরের মধ্যে আমাকে ধরিয়া বধ করিতে ২২ উদ্যত হইল । তথাপি অভিষিক্ত ত্ৰাত৷ দুঃখ ভোগ করিয়া সকলের অগ্রে কবরহইতে উথান করিয়া নিজ দেশীয় ও ভিন্নদেশীয় লোকদিগের নিকটে দীপ্তি প্র২৩ কাশ করবেন, ভবিষ্যদ্বক্তৃগণ ও মূসা এই যে সকল ভাবিকথার প্রমাণ দিয়া গিয়াছে, তদ্ব্যতিরেকে অন্য কথা না কহিয়৷ ঈশ্বরহইতে সহায়তা পাইয়া ছোট বড় সকলের কাছে সাক্ষ্য দিয়া অভ্যাসিতেছি । ২৪ তখন তাহার এমন কথা শুনিয়া ফীষ্ট উচ্চৈঃস্বরে কহিল, হে পোল, তুমি উন্মত্ত আছ, বহু বিদ্যাভ্যাস ২৫ তোমাকে হতজ্ঞান করিল । তাহাতে সে কহিল, হে মহামহিম ফীষ্ট, আমি উন্মত্ত নহি, কিন্তু সত্য ও বি ২৬ বেক বাক্য প্রস্তাব করিতেছি । রাজাও ঐ বিবরণ 469 -