পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も?し〜 ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র । [৪ অধ্যায় । জন পালক ও উপদেশককে নিযুক্ত করিয়াছেন। তাহাতে আমরা বালকদের ন্যায় আর না হইয়া মনুষ্যদের চাতুৰ্য্যেতে, ও ভ্রান্তিজনক মতের ধূৰ্ত্ততাতে, ও উপদেশৰূপ তাবৎ প্রকার বায়ুতে যেন ইতস্তত চালিত না হই ; কিন্তু র্যাহার দ্বারা তাবৎ অঙ্গ প্রত্যঙ্গ উচিতৰূপে যুক্ত হইয়া প্রত্যেক অঙ্গের উপকারদ্বারা দৃঢ় হইয় প্রত্যেক ভাগের পরিমিত কৰ্ম্ম করণানুসারে প্রেমে নিষ্ঠ পাইলে তাবৎ শরীর বাড়িয়া উঠে, এমন যে মস্তকস্বৰূপ খ্রীষ্ট, আমরা যেন প্রেমপূর্বক সত্যতার অবলম্বী হইয়৷ সৰ্ব্ব বিষয়ে তাহার অঙ্গস্বৰূপ হইয়া বাড়িয়া উঠি, (এই তাহার ইচ্ছা । ) প্রভুদ্বারা তোমাদিগকে এই আদেশ ও বিনয় করিতেছি ; অন্য২ দেশীয়ের ভ্রান্ত বুদ্ধি হইয়। যেমন আচার করে, তোমরা তাদৃশ আচার তার করিও न ! डाइज़ अञ्चनडोब* थद्यादरब यहौडूड इड्रेञ्च। মনের কাঠিন্য ও আন্তরিক অজ্ঞানত প্রযুক্ত ঈশ্বরদত্ত পরমায়ুহইতে পরাজুখ ও চৈতন্যশূন্য হইয়। কীমের অভিমতে লালসা করিয়া তাবৎ তা শুচি কৰ্ম্ম Y 8 Y (t Y v, > 영 > ワー X > করিতে প্রবৃত্ত হইতেছে । তোমরা এ প্রকারে খ্ৰী- ২ • ষ্টের ধৰ্ম্ম শিক্ষা কর নাই ; কিন্তু যীশুর সম্বন্ধীয় যে সত্য ধৰ্ম্ম, তদনুসারে তাহার প্রসঙ্গ শুনিয়া তা হার দ্বারা শিক্ষিত হইয়াছ । অতএব ইন্দ্রিয়ের মে হেতে ভ্ৰষ্ট যে পুরাতন স্বভাবের বশে তোমরা পূর্বে え>

আচার ব্যবহার করিয়াছ, সেই স্বভাব পরিত্যাগ ২৩ কর, এবং মনের ভাবে নুতনীকত হও ; এবং সৎ- ২৪ কৰ্ম্মে ও সত্য ধৰ্ম্মে ঈশ্বরের মূর্ত্যনুসারে সৃষ্ট যে নতন স্বভাব, তাহা গ্রহণ কর । o, 628