পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gł 3 মথিলিখিত সসমীচীর । [১৭ অধ্যায় । প্রত্যেক মনুষ্যকে আপন২ ক্রিয়ানুসারে ফল দিবেন। আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, মনুষ্যপুত্রকে আপন ২৮ রাজ্যে আগত না দেখিলে মৃত্যুর আস্বাদ পাইবে না, এই স্থানে দণ্ডায়মান ব্যক্তিদের মধ্যেও এমন ক এক লোক আছে । ১৭ অধ্যায় । ১ খ্রীষ্টের অন্য মুক্তি ধারণ ৯ ও এলিয়ের বিষয়ে কথা কহন ১৪ ও মৃগীরোগিকে সুস্থ করণ ২২ ও আপন মৃত্যুর কথা প্রকাশ করণ ২৪ ও কর দিবার জন্যে আশ্চৰ্য্য ক্রিয় করণ । অনন্তর ছয় দিনের পরে যীশু পিতরকে এবং যাকুকে ও ১ তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে লইয়া এক উচ্চ পৰ্ব্বতের নিৰ্জ্জন স্থানে আনিয় তাহদের সাক্ষাতে অন্য মূৰ্ত্তি ধারণ করিলেন ; তাহাতে র্তাহার মুখ সূর্য্যের ন্যায় তেজোময়, ২ এবং তাহার পরিচ্ছদ দীপ্তির ন্যায় শুক্লবৰ্ণ হইল । এবং ৩ মূসা ও এলিয় র্তাহার সহিত কথোপকথন করিতেই তাহাদের নিকটে দর্শন দিল । তখন পিতর যীশুকে কহিল, হে ৪ প্রভো, আমাদের এ স্থানে থাক ভাল ; আর যদি আপনকার অভিমত হয়, তবে আমরা আপনকার জন্যে এক, ও মূসার জন্যে এক, এবং এলিয়ের জন্যে এক, এই তিনটা কুটার নির্মাণ করি । এই কথা কহিবার সময়ে এক ৫ উজ্জ্বল মেঘ তাহাদিগকে ছায়া করিল, এবং সেই মেঘহইতে এই আকাশবাণী হইল, এই আমার প্রিয় পুত্র, ইহঁতেই আমার পরম সন্তোষ, ইহার কথায় তোমরা মনোযোগ কর । কিন্তু এই কথা শুনিবাম ত্র শিষ্যের৷ ৬ অত্যন্ত শঙ্কাযুক্ত হইয়া উবুড় হইয় পড়িল । তখন যীশু ৭ আসিয়া তাহদের গাত্র স্পর্শ করিয়া কছিলেন, উঠ, ভয় করিও না । তখন তাহারা চক্ষু তুলিয়া যীশু ব্যতিরেকে ৮ আর কাহাকেও দেখিতে পাইল না । 54