পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । ab・為 য়েলের সন্তানদের সন্মুখপথে রাখিতে বালাক্ রাজাকে শিক্ষা দিয়াছিল, সেই বিলিয়মের মতাবলম্বি১৫ গণকে তুমি স্থান দিয়াছ ; অর্থাৎ আমার ঘৃণ্য যে নিকলীয়তীয়দের মত, তন্মতাবলম্বিদিগকে অণশ্রেয় দি১৬ য়াছ । মন ফিরাও, নতুবা ত্বরায় তোমার নিকটে উপস্থিত হইয় আপন মুখনিৰ্গত খড়গদ্বারা তাহদের ১৭ সহিত যুদ্ধ করিব । মণ্ডলীগণের প্রতি আত্মা যে কথা কহেন, যাহার কর্ণ অাছে সে তাহ শুনুক ; যে জন জয় করে, তাহাকে আমি গুপ্ত মান্না খাইতে দিব, এবং গ্রহণকৰ্ত্ত। ব্যতিরেক অন্যে জ্ঞাত নয়, এমত নাম মুদ্রাঙ্কিত এক শ্বেত প্রস্তর তাহাকে দিব । ১৮ আর খুয়াতীর নগরস্থ মণ্ডলীর দূতের নিকটে এই প্রকার লিপি প্রেরণ কর । অগ্নিশিখা সদৃশ চক্ষুবিশিষ্ট ও সুপিত্তল সদৃশ চরণবিশিষ্ট যে ঈশ্বরের পুত্র, ১৯ তিনি তোমাকে এই কথা কহেন ; তোমার ক্রিয়। ও প্রেম ও সেবা ও বিশ্বাস ও ধৈৰ্য্য এবং তোমার এ সমস্ত কৰ্ম্ম প্রথমাপেক্ষ শেষে অরে। অধিকৰূপে ২০ হয়, তাহা আমি জানি । তথাচ তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে ; ঈষেবল নামী যে নারী আপনাকে ভবিষ্যদ্বত্তী বলিয়। আমার দাসগণকে বেশ্যাগমন ও দেবপ্রসাদ ভোজন করিতে শিক্ষা দিয়া ভুলাইতেছে, তাহার ক্রিয়া তুমি সহ্য করি২১ তেছ। অামি ব্যভিচার ক্রিয়াহইতে মন ফিরাইতে ২২ তাহাকে সময় দিলেও সে মন ফিরাইল না । দেখ, আমি তাহাকে শয্যাগত করিব, এবং যাহারা তাহার সহিত ব্যভিচার কৰ্ম্ম করে, তাহারা অাপন ক্রিয়াপ্রযুক্ত যদি মন ন ফিরায়, তবে তাহার সহিত 789