বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>o8 প্রকাশিত ভবিষ দ্বীক । [৯ অধ্যায় । এই এক সন্তাপ গত হইল, এবং দেখ, ভবিষ্যৎ আর দুই সন্তাপ উপস্থিত আছে । পরে ষষ্ঠ দূত তুরীধুনি করিলে ঈশ্বরের সন্মুখস্থ সুবৰ্ণ বেদির চারি চূড়াহইতে ষষ্ঠ ভূরীধারি দূতের প্রতি উক্ত এই কথা শুনিলাম, ফরাৎ নামে মহানদীতে বদ্ধ যে চারি দূত আছে, তাহাদিগকে মুক্ত কর । তখন মনুষ্যের তৃতীয়াংশ নষ্ট করিতে যে চারি দূত অমুক বৎসর, অমুক মাস, অমুক দিন, অমুক ঘড়ির জন্যে প্রস্তুত ছিল, তাহারা মুক্ত হইল । ঐ অশ্বাৰূঢ় সৈন্যের সংখ্যা দুই সহস্ৰ লক্ষ ছিল, এবং সেই সংখ্যার কথা আমি শুনিলাম । সেই অশ্বগণকে ও তদুপবিষ্ট ব্যক্তিদিগকে এই ৰূপ দর্শন করিলাম ; তাহদের বুকপাট অগ্নি ও নীলপ্রস্তর ও গন্ধক স্বৰূপ, এবং সিংহের মস্তকের ন্যায় অশ্বগণের মস্তক, ও মুখহইতে অগ্নি ও ধূম ও গন্ধক নির্গত হইল । ঐ তিন উৎপাতদ্বারা, অর্থাৎ মুখহইতে নিৰ্গত অগ্নি ও ধূম ও গন্ধকদ্বারা তৃতীয়াংশ মনুষ্য নষ্ট হইল । আর অশ্বদের মুখে ও লাঙ্গুলে হিংসা করণ শক্তি ছিল ; কারণ তাহদের লাসূল সৰ্পের ন্যায় হইয়। মস্তকবিশিষ্ট হওয়াতে তাহারণ তদদ্বারা হিংসা করিত । এই উৎপাতে যে অবশিষ্ট লোকদের মৃত্যু হইল না, তাহার স্বহস্তকৃত কৰ্ম্মহইতে মন ফিরাইল না, অর্থাৎ দর্শন ও শ্রবণ ও গমনাদি ক্রিয়াতে অসমর্থ, এমত স্বর্ণ ৰূপ্য পিত্তল প্রস্তর কাষ্ঠনিৰ্ম্মিত প্রতিমা ও ভূতগণের পূজা ত্যাগ করিল না ; এবং বধ ও কুছক ও ব্যভিচার ও চৌর্য ইত্যাদি আপনাদের ক্রিয়াহইতেও মন ফিরাইল না । 804 > R > へ○ > 8 > ○ > SNo 》 영 > ケ* S N R o R >