বিষয়বস্তুতে চলুন

পাতা:পারস্য ইতিহাস.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । ভূপতি দিলেন সঙ্গে আসিতে অামার। ত্রিসহস্ৰ অশ্বাৰূঢ় সৈন্য আপনার ॥ . শ্বশুর শাশুড়ী স্থানে তার পরে গিয়া । অল্পমতি লইলাম জেমোদীকে নিয়া ॥ অাসিতে কি পারে ধনী ছাড়ি বাপ মায়। চলিল কেবল সঙ্গে পিরীতের দায় ॥ নৃপতির সৈন্যগণ সহিতে লইয়। যাইতেছি ক্রমাগত সুসজ্জা করিয়া ॥ অৰ্দ্ধ পথ না ছাড়িয়া শুনিলাম কাণে ।

  • e >

সৰ্ব্বং দাড়িম্ব রস রাখে পাত্র ভরি । .অবাধায় পথিকেরা যায় পান করি ॥ আনন্দেতে কত লোক রাজ পথে গিয়া। নৃত্য গান বাদ্য করে তানপুরা নিয়া ॥ শ্রেণীমতে রাজপথে শিল্পকার গণ । মহানন্দে ফ্লাকটেতে করিল গমন ॥ যেবা যেই ব্যবসায়ী সেই বস্ত্র পরি’। ‘ সকলে চলিল নিজ অস্ত্র হাতে করি ॥ তুরী ভেরী ঢাক ঢোল আগেভাগে বাজে। সম্মুখেতে সৈন্য অাসে অামাদের পানে। বিবিধ রঙ্গের ধ্বজা শকটেতে সাজে ॥ হইবে তস্কর লোক অনুমানি মনে । অবিলম্বে সাজিলাম নিয়া সঙ্গিগণে ॥ সংগ্রামে প্রবর্ত কালে চর আসি কহে । মৌজল দেশের সৈন্য তারা শক্র নহে ॥ নব ভূপ জামদীন সেনার সহিতে। অাগুবাড়ি আসিছেন তোমাকে লইতে। পরে ভ্রাতা সেনাগণে রাখিয়া পশ্চাৎ. সভ্য সহ অসিলেন করিঙ্কত সাক্ষাৎ ॥ বিস্তর বিনয়ে রাজা মোরে সস্তাষিল । যেৰূপ কৃতজ্ঞ বলি পত্রে লিখেছিল । তাহার সহিতে ছিল প্রধান যাহারা । দেখিলাম অনুগত সকলে তাহারণ ॥ বিদায় করিয়া রীজ সৈন্যগণ পরে । ভ্রাতার সহিত যাই আপনার ঘরে ॥ উত্ত্বরি মৌজল ধামে আসিয়া যখন । জয়ধ্বনি রাজ্যময় পড়িল তখন ॥ হেরি মোরে প্রজাগণ আনন্দে পুরিল । তিন দিন মহোৎসব সকলে করিল। দোকানী পসারী যত রাজ পথ পাশে । মুড়িল দোকান ঘর মনোহর বাসে। উজ্বল করিল রাত্রে জ্বালিয়া অালোক । আলোকে উদিত সব কোরাণের শ্লোক ॥ ইহা তিন্ন দেকানেতে দোকানিরা যত । সাজাইয়ণ রাখিল মিষ্টান্ন নানা মত ॥ নগর ভ্ৰমিয়া দ্বারে আগত যখন । দীর্ঘ জীবী হন রাজা কহে সৰ্ব্বজন ॥ অামার যে এত মান করে প্রজাগণ । তথাপি তাহাতে তুষ্ট নাহি হয় মন দিবা রাত্রি ধ্যান জ্ঞান এই বিবেচনা । কেমনে থাকিবে মুখে সেই স্থলোচনা ৷ সাজাই মন্দির তার করিয়া যতন । হেরিলে হরিষ মন জুড়ায় নয়ন ॥ পিতার পুরীতে ছিল পচিশ ৰূপসী । জারজিয়া দেশে ধম যৌবন বয়সী ॥ নানা গুণে গুণবতী গান বাদ্য জানে । রাখিলাম তাহাদিগে মহিষীর স্থানে ॥ নিযুক্ত দ্বাদশ খোজা করিলাম অর। সবে উপযুক্ত তুষ্টি জন্মাইতে তার ॥ পরম অীনন্দে পরে শাসি প্রজাগণে । দিন দিন বাড়ে প্রেম জেমোদীর সনে। এই বীপে মুখে কাল কাটাই যখন । সভায় আসিল এক ফকীর তখন ॥ প্রথমখগু সমাপ্তঃ ।