পাতা:পারস্য ইতিহাস.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-سعکاستیاس-گ পারস্য ইতিহাস । ' ੋ। আনন্দিত কেন প্রভু পক্ষীকে মারিয়া । আমদীনে ডাকি পরে কহিলাম ভাই । I ইহার ভাবাৰ্থ কহ বিস্তার করিয়া রাজ্যে আর মোর কোন প্রয়োজন নাই। শুনিয়ণ রাণীর বাণী সব বিবরণ । আমার প্রতিজ্ঞ আর না থাকিব দেশে। বিস্তারিয়া কহি তারে অদ্ভূত ঘটন কাটাইব বৃদ্ধ কাল অপ্রকাশ্য বেশে । পতিব্ৰতা সতী এই কথা শুনি কাণে সন্তান সন্ততি নাই তুমি প্রিয়জন । পাপ ভয়ে শিহরিয়া উঠে অভিমানে ॥ ! তোমাকে দিলাম রাজ্য করহ শাসন ॥ আপনি নির্দোষী তবু মনে লজ্জা পায় কাতর হইয়া ভ্রাতা কান্দিতে লাগিল । লজ্জায় শুখায় মুখ শব তুল্য কায় জ্ঞান উক্তি যুক্তি দিয়া কত বুঝাইল ॥ অামি যে যথার্থ পতি জানিল সে মনে । কিন্তু এত অকিঞ্চন হইল বিফল । শুনেছিল ফকীরের দেহ ছিল বনে ৷ মৃগী নষ্ট রাজাজ্ঞায় করিয়া স্মরণ । অামি সেই ফদললা জানিল তখন ॥ কিন্তু তাহা না বলিলে ছিল ভাল দাড়া । প্রকাশেতে হইলাম প্রেয়সীকে ছাড়া ॥ হায় ২ পাপ কৰ্ম্ম না শুনিত যদি ৷ বাচিয়া থাকিত প্রাণে প্রাণের জেমোদী। কিন্তু কিবা বলিতেছি কোথা মে র মন । জানি মনে দুঃখ মুখ বিধির ঘটন ॥ ঘূণায় অস্থিরা রামা সদা কম্পবান । বুঝাই যতেক মনে নাহি দেয় স্থান । না জানি না শুনি প্রিয়ে করিয়াছ পাপ কি দোষ তাহাতে বল ত্যজ মনস্তাপ ॥ দেবতা তাহাতে নাহি লবে অপরাধ । লোকালয়ে নাহি হবে তাহে অপবাদ ॥ যে পাপ করিল সেই ফকীর করিল। দুষ্কৰ্ম্মের প্রতিফলে আপনি মরিল ॥ কোন দোষ নাহি লব কহিলন কত । করিব সমান স্নেহ পূৰ্ব্বকার মত ॥ এত বলি তবু না বুঝিল কোন যোগে । অবশেষ প্রাণ নষ্ট করে কাল রোগে ॥ কিছু দোষ নাহি তার কলঙ্কিনী নহে। এৰূপে প্রিয়ার যদি হইল মরণ । করিলাম ক্রিয়া যত অশৌচ গ্রহণ ॥ কহিলাম শুন ভাই প্রতি জ্ঞা অটল ॥ দিতেছি তোমায় পুনঃ রাজ্য অধিকার । প্রজা পালি সুখে রাজ্য কর পুনৰ্ব্বার ॥ অামার রাজত্বে অার নীহ প্রয়োজন । সামান্য ৰূপেতে কাল করিব যাপন ॥ বিদেশে কোথাও যাব ত্যজি এই দেশ । থাকিব স্বচ্ছদে কেহ মা করিবে দ্বেষ ॥ রাজত্বের ভারে মন সদত চঞ্চল । বিরলে বসিয়া চিন্তা করিব কেবল ॥ মন সাধে সদা চিন্তা করি তার গুণ । নিবারিব তাহে অামি মনের অt গুন ॥ এত বলি দিয়া তীরে রাজ্য সিংহাসন । লইলাম সঙ্গে কিছু বহুমূল্য ধন ৷ ভূত্য মাত্ৰ কয় জন নিয়া তার পরে । করিলাম শীঘ্ৰ যাত্রা বোগদাদ নগরে ॥ তথায় শ্বশুর গৃহে গিয়া উপনীত । জাম তার দশা দেখি সবে বিষাদিত ॥ ভাসিল দুঃখেতে সবে শুনি বিবরণ । মাতা পিতা কান্দে কত কন্যার কারণ ॥ বাস করি কিছু কাল শ্বশুর বাটতে r মক্কা ধামে মনোবাঞ্ছা হইল যাইতে ॥ তীর্থ কৰ্ম্ম করি তথা যথা নিয়মিত । ক্ষমা কর তবু মোরে মৃত্যু কালে কহে ॥ মহারাজ্য তাতারেতে হই উপনীত ॥ জ্যাক দেশে পরে আসি দেখি রম্যস্থান । করিয়াছি এই স্থানে চির অবস্থান ॥