বিষয়বস্তুতে চলুন

পাতা:পারস্য ইতিহাস.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| অতএব যাহা বাঞ্ছা চাহ মোর স্থান । চাহিৰে যে তিন দ্রব্য করিব প্রদান ॥ রাজ পুত্র বলে যদি দিবে দ্রব্য ত্রয় ॥ প্রথমতঃ চাহি এই শুন মহাশয় ॥ অাছেন জননী পিতা অতিথি আশ্রমে । তাহাদিকে রাজ পুরে আনাও প্রথমে ॥ স্থান দিয়া নিকেতনে যতনে রাখিবে। যত কাল জীবে র্তারা পালন করিবে ॥ দ্বিতীয়তঃ অশ্ব এক দেহ মহারাজ ৷ ” সদাগতি সম গতি মনোহর সাজ ॥ छूडौब्रङः उन धडू कब्रि निदवमन । ভ্রমণে যাইতে বড় অাছে অকিঞ্চন ॥ অতএব দেহ মোরে স্বর্ণ এক তোড়া । বসন ভূষণ অসি হীরকেতে মোড়। রাজা বলে পুরাইব তব অভিলাষ । বাপ মায় গিয়া শীঘ্ৰ আন মোর পাশ ॥ এ অবধি দুই জনে করিব পালন । পরাব তোমায় কালি উত্তম বসন ॥ বাছিয়া বে ভাল অশ্ব দিব হে তোমায়। সাজিয়া যাইবে বাঞ্ছা হইবে যথায় ॥ এত শুনি প্ৰণমিয়া রাজার নন্দন । চলিল অতিথি শালে প্রফুল্ল বদন। নাতা পিতা ভাবিতেছে বিলম্ব দেখিয়। হেন কালে উপনীত কুমার আসিয়া ॥ যুবরাজ বলে শুন মুখের সস্বাদ । যাইবে সকল দুঃখ ঘুচিবে বিষাদ । কহিল সকল কথা বিস্তার করিয়া । হরষিত রাজা রাণী সে সব শুনিয়া ॥ পুত্রের সঙ্গেতে দোহে করিল গমন । ক্রমে আসি উপনীত রাজার সদন ॥ নৃপবর সমাদর করিল বিস্তর । পুরী মধ্যে বাস স্থান দিলেন সত্বর ॥ শত২ খোজা আনি সেবায় রাখিল । রাজার সমান সেবা করিতে লাগিল ॥ পারস্য ইতিহাস । পর দিন যুবরাজে পরাইয়া যোড়া । দিল আসি মনোহর মুঠে মণি মোড়া ৷ এক তোড়া স্বর্ণ মুদ্রণ দিয়া তার পর । जूनंौ जूनत्र निज शभट्न उ९श्रङ्ग ॥ করি সাজ যুবরাজ চড়িয়া তুরঙ্গে । মহারাজে প্রণমিয়া চলিলেন রঙ্গে ৷ মাতা পিতা স্থানে আসি কহেন কুমার । দেখিতে চীনের রাজ্য বাসন আমার ॥ মহারাজ রাজেশ্বর চীন অধিপতি । র্তাহারে হেরিতে মোর মানস সম্প্রতি ॥ অতএব নিবেদন করি ও চরণে। আজ্ঞা দেও কিছু কাল যাব পৰ্য্যটনে । রাজার আশ্রমে থাক কিছু চিন্তা নাই। ঈশ্বর স্মরিয়া আমি ভ্ৰমণেভে যাই ॥ তৈমুর কহিল পুত্র করহ গমন । পুরাও মনের সাধ করিয়া ভ্রমণ ॥ হইয়াছে মুখারস্তু বহু দুঃখাস্তরে । নিজ গুণে যশ কীৰ্ত্তি কর একেবারে ॥ অথবা স্বকৰ্ম্ম করি জীবন ত্যজিবে । ইতিহাসে তাহে যশ প্রচার থাকিবে ॥ যাও পুত্র যাও তুমি বথা লয় মন। আমরা স্বচ্ছন্দে দিন করিৰ যাপন ॥ বাপ মায় সদত সস্বাদ পাঠাইবে । মুখ দুঃখ যত কিছু তোমাতে জানিবে। বিদায় হইয়া তবে মাতা পিতা স্থানে । চলিলেন রাজ পুত্র চীন রাজ্য পানে ॥ পথেতে বিপদ বিঘ্ন কিছু না হইল। তুরঙ্গ বিহঙ্গ প্রায় বেগেতে চলিল । পিকীন প্রকাও দেশ উত্তরিয়া তথ। । , চলিল প্রবীণ এক বাস করে যথা ॥ দ্বারেতে আঘাত করে রাজার কুমার ! শুনিয়া বিধবা বুড়ী খুলি দিল দ্বার। প্ৰণমিয়া যুবরাজ কহে মুদু ভাষে । অভিথে আশ্রম কিগো দিবে তৰ বাসে