বিষয়বস্তুতে চলুন

পাতা:পারস্য ইতিহাস.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরিলে হইত মুখ পূরিত কামনা। হায়ং পুরুষেতে একেমন ঘৃণা ৷ এবড় আশ্চৰ্য্য দেখি কেমন একথা । কথা দিয়া করে শেষে কথার অন্যথা ॥ ভালই অামি এক প্রশ্ন জিজ্ঞাসিব । উত্তর করিতে পারে তাহারে ছাড়িব । শুনিয়া অবাক সভাপণ্ডিত সকল । চুপে২ কহে একি হয়েছে পাগল ॥ প্রাণ হারাইতে গিয়া পাইল যে ধন। তায় হীরাইতে চায় এবুদ্ধি কেমন ॥ কি হেন প্রস্তাব অাছে কন্যা নাহি জানে অবোধ বলিয়া তারে সকলে বাখানে ॥ শিহরিয়া রাজা কয় রাজুরি নন্দন । ভাবিয়া দেখেছ যাহা কহিছ এখন ॥ ভাবিয়া দেখিছি প্রভু কহিল কুমার। এখন অপেক্ষা মাত্র অনুজ্ঞ৷ তোমার ॥ রাজা বলে ভাল তবে প্রস্তাব জিজ্ঞাস যা হয় হইবে অামি সত্যেতে খালাশ ॥ এ অবধি অামার খণ্ডিল অঙ্গীকার । রাজপুত্ৰ বধ আমি না করিব অীর ॥ কুমার কুমারী প্রতি কহিছে তখন । শুনিলে স্থলদরী তমি আমার বচন ॥ হয়েছি তোমার পতি সভার বিচারে । বিবাহ উচিত তব করিতে অামারে ॥ তথাপি তোমায় ত্যজি যাব দেশান্তর মোর এক প্রশ্ন যদি করহ উত্তর ॥ তাছাতে হারাও যদি তবে রবে নাম । তুমি যে অমূল্য নিধি তাহ নাহি কাম। কিপ্ত যদি হার তায় কর অঙ্গাকার । বিবাহ করিতে কিন্তু না করিবে অার ॥ কন্যা কহে অঙ্গীকার করিলাম অামি । সভা সাক্ষী হারি যদি তুমি হবে স্বামী। রাজপুত্র বলে এই জিজ্ঞাসা তোমারে কোন রাজপুত্র সেই কিবা নাম ধরে। পারস্য ইতিহাস । & ১২ ই যাচিয়া মাগিয়া খেয়ে পেয়ে বহু ক্লেশ । এখন মুখের তার মাহি পরিশেষ ॥ এই ৰূপ প্রস্তাব করিল যুবরায়। শুনিয়া রাজার কন্যা ঠোঁকলেন দায় ॥ ভাবিয়া অনেক ক্ষণ কৃশোদরী কয়। এখনি উত্তর করা মোর সাধ্য নয় ॥ কালি অামি কব নাম রাজার মন্দন । কালফ কহিল এই বিচার কেমন ॥ আটা আটি কাটা কাটি অামার সময় । আপনার বেল বল কালের নির্ণয় ॥ ভালই ক্ষতি নাই তাহাই স্বীকার । কিন্তু বিবাহেতে কিন্তু না করিও অার ॥ রাজা বলে ছল বল অার না খাটিবে। ইহাতে হারিলে পতি করিতে হইবে ॥ এমন পণ্ডিত পাত্ৰ সৰ্ব্ব গুণান্নিত । না বরে তাহারে যদি মরণ উচিত ॥ ইহা বলি সভা তুলি চলিল রাজন। কন্যা সনে অন্তঃপুরে করিল গমন ॥ সভা মাঝে কুলীন পণ্ডিত সভ্য যত । রাজ পুত্রে ধন্যবাদ করে নানামত ॥ কেহ বলে ধন্য ধন্য সাহস তোমার। গুণের সাগর তুমি রাজার কুমার। ধন্য ভূমি রাজপুত্র আর জন বলে। পণ্ডিত তোমার তুল্য নাহি ভূমণ্ডলে । আসে যত নৃপক্ষত করি বড় জাক । পরে হয় শারদীয় নীরদের ডাক ॥ হউক তোমার জয় বড়ই আহিলাদ । এই ৰূপে করে লোক কত আশীৰ্ব্বাদ ॥ ছয় জনে রাজপুত্রে লয়ে যায় পরে। ফিরে যায় সত্যগণ নিজ২ ঘরে ॥ হেথা কন্যা আসি ঘরে সহচরী সঙ্গে । ঘোমটা ফেলিয়া ক্রোধে শুইল পালঙ্কে ॥ অপমানে মানমুখী মনোদুঃখে ভাসে উদিত বিষাদ ঘন বদন জাকাশে ॥