পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । উত্তরিল রাজপুত্র তথা ত্বরা করি । সমাদরে বসাইল রাজা হাতে ধরি ॥ অলিঙ্গন করি তবে জিজ্ঞাসে কুমারে । হায়ং যুবরাজ কি কব তোমারে। ব্যস্ত হয়ে কেন প্রশ্ন করিলে কন্যায় । করতলে পেয়ে ইন্দু হারালে হেলায় ॥ নন্দিনী বাঘিনী প্রায় তীক্ষ্ণ বুদ্ধি ধরে । হারিয়া হারাও পাছে এই ভয় করে ॥ রাজপুত্র বলে প্রভু ত্যজ চিন্তা ভয় । দুষ্কর প্রশ্নের অর্থ সাধ্য কি সে কয় ॥ .আপনার নাম আমি সুধায়েছি তারে। কে বলিবে নাম বল কে জানে আমারে। শুনি তুষ্ট নরপতি হাসে খল খল । করিয়াছ ভাল কল ভাঙ্গিবারে ছল ॥ অামার মনেতে শুন ছিল বড় ভয় । কন্যা অতি বুদ্ধিমতী কি হতে কি হয় ৷ সে ভয়ে অামায় বিধি করিল নিস্তার । বড় বুদ্ধিমান তুমি রাজার কুমার । হাস্থ্য পরিহাস কত করি এই ৰূপ। শীকারে যাইতে সজ্জা করিলেন ভূপ। যুবরাজে আনি দিল মুগয়ার বেশ । সভ্যগণ সকলে সাজিল পরিশেষ ॥ কিঞ্চিৎ আহার করি উঠি তাড়াতাড়ি । শীকারে চলিল রায় রাজপুরী ছাড়ি ॥ অাগে ২ চলিল সকল সভ্যগণ । গজদন্ত নরযানে করি আরোহণ ॥ ছয় জন বাহক প্রত্যেকে লয়ে যায় । আগে পিছে ছড়িদার আরদালি ধায় ॥ এমনি সোয়ারি কত যায় সারি ২ । পশ্চাৎ কালফ সঙ্গে চীন অধিকারী ॥ একি সিংহাসনে দোহে করে আরোহণ। বাহক বিংশতি জন করয় বহন ৷ অপূৰ্ব্ব অাসন কিবা আরক্ত বরণ। চৌদিক ৰূপার তারে চিত্রিত করণ ॥ ४२ ? দুই পার্শ্বে ছত্র স্বয় ধরে দুই জন । অtশণ শোটা রেশালা চলিছে অগণন ॥ এই ৰূপ সজ্জা করি চীনপতি যায়। হাজার২ সেনা আগু পিছে ধায় ॥ আসি উত্তরিল শেষে শীকারের স্থানে । শীকারিয়া বাজপাখি অানে সেই খানে ॥ ভূপতি আসিতে বীজ ছাড়িতে লাগিল৷ বটুয়া শীকারে বড় কৌতুক বাড়িল । শীকার করিতে দিবা হলো অবসান । তন্তন গৃহেতে রাজা করিল প্রস্থান ॥ পুরীতে ভোজের ধুম আয়োজন ভারি। প্রাঙ্গনে পড়েছে কত তাম্বু সারি২ ॥ শত২ স্থানে পাত্র গণ নাহি যায়। বিধি মতে খাদ্য দ্রব্য রাখিয়াছে তায় ॥ ভোজন করিতে রাজা বসিলা আপনি । কালফাদি সভ্যগণ বসিল তখনি ॥ আনন্দে সকলে অাগে স্থরা পান করে । মৎস্য মাংস ফল মূল খায় তার পরে। ভোজনাস্তে নৃপবর করি গাত্রোথান । কালফের কর ধরি দালানেতে যান ॥ জ্বলিতেছে কত দীপ সংখ্যা নাহি তার। করিয়াছে নাট্যশালা অতি চমৎকার ॥ সিংহাসনে উঠি রাজা বসিল যাইয়া । বসাইল রাজপুত্ৰে পার্শ্বেতে লইয়া ॥ কুলীন পণ্ডিত আদি সভাসদ যত । সারি দিয়া দুয়ারে বসিল শ্রেণী মত ॥ বার দিয়া এই ৰূপ বসিল সভায় । গায়ক বাদক লোক আইল তথায় ॥ স্থর বান্ধি যন্ত্র তন্ত্র লইয়া সকলে । গীত বাদ্য অারস্ত করিল কুতুহলে। কোন জন বাদ্য করে কেহ ছাড়ে তান । নৃত্য করে নৰ্ত্তক গায়ক করে গাম ॥, * থাকিয়া২ রাজা করে হার হায় । কেমন শুনিছ বলি কুমারে স্থধায় ॥