পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H যত্ন করি সেনাপতি বঁfচাইল প্রাণ । পারস্য ইতিহাস । సిఫ్ఫి সখী কহে গুণ সব কহিব বিস্তারি। নিয়া এলে শীঘ্ৰ মোরে ভূপতির স্থান ৷ আজি অপ্রতিভ বড় রাজার কুমারী ॥ জনক করিল যুদ্ধ সেই দোষে মোরে । রাখিল বন্দিনী করি নন্দিনীর ঘরে ॥ অল্পমতি শিশু আমি বয়সে নবীন । ভাবিলাম তথাপি হয়েছি পরাধীন ॥ রাখিতে পরের মন হইবে এখন । ইহা ভাবি থাকিলাম যোগাইয়ণ মন ॥ ছিল আরো এক জন রাজকন্যা বটে । কপাল বিগুণে তার এই দশা ঘটে ৷ সেব করি আমরা অভাগী দুই জন। মন যোগাইয়া ক্রমে পাইয়াছি মন ॥ এত বলি কহে রামা শুন মহাশয় । এ সকল কথা হেথা আবশু্যক নয় ॥ দাসী বলি পাছে ঘৃণা করহ আমায় । এই হেতু পরিচয় দিলাম তোমায় ॥ যে কথা কহিব প্রভু কভু না সম্ভবে । তাই ভাবি শেষে কথা রবে কি না রবে। হায়২ ষার প্রেমে বাধা যার মন । তার মন্দ শুনি নাকি বিশ্বাসে কখন ॥ অামার কথায় কেন করিবে বিশ্বাস । বলা মাত্র হবে সার পূরিবে না আশ ৷ রাজপুত্র বলে মন হইল চঞ্চল । বাঞ্ছনীয় বল শীঘ্ৰ বিলম্বে কি ফল ॥ নারী কহে রাজপুত্র কি কহিব অার। বলিতে না সরে বাণী মুখেতে আমার সেই কুলহস্ত্রী কন্যা মানব ভক্ষিণী । বধিয়া তোমার প্রাণ হবে কলঙ্কিণী ॥ শুনা মাত্র এই কথা পুতুলের প্রায় । আতঙ্কে পালঙ্কে মুচ্ছা যায় যুবরায় ॥ মুখে বলে হায়ই নাহি কিছু দয়া ; এমন পাপিনী কেন রাজার তনয় ॥ এপাপ তাহার মনে কেমনে প্রবেশে । কোন দোষে মোর প্রাণ বধিবেক শেষে ক্রোধ ভরে গিয়া ঘরে মনে২ ভাবে । কেমনে উত্তর দিবে কিসে লজ্জা যাবে। ভাবিল বিস্তর কিন্তু ভাবণ হলো সার /* নাম না পাইয়ণ শোক উপজিল তার ॥ প্রিয়তমা আমরা দুজনী সহচরী. . বিধি মতে সাত্মনা করিতে চেষ্টা করি ॥ বাখানিয়া তব ৰূপ আর গুণ যত । কহিয়াছি কুমারীরে যথা সাধ্যমত ॥ কিবা ৰূপ কিবা গুণ স্বরূপ কুৰূপ । ভাল মন্দ নাহি তার সকলে বিৰূপ ৷ পুরুষে নিন্দিল কত গালি মন্দ দিয়ণ । পুরুষ অধম অতি না করিব বিয়া ॥ অালো তোরা সখীগণ যারে বাখনিস । সেজম অামার যেন দুচক্ষের বিষ ॥ চাইলে তাহার প্রাণ থাকে যদি মান । শতগুণে ভাল নৈলে ত্যজিব পরাণ ॥ কত বুঝাইয়া আমি কহি হিত বাণী । ছিছিছি একৰ্ম্ম ভাল নহে ঠাকুরাণী ॥ কাটিলে কলঙ্ক হবে রক্তবনা পৌরুষ। চিরকাল লোকেতে অপযশ ॥ . অার সখী বিধি মতে বুঝাইল তায় । কিন্তু হলো অগ্নি কুণ্ডে ঘূতদান প্রায় ॥ অতঃপর ডাকি বলে বিশ্বাসি খোজাকৈ . অরুণ উদয়কালে কাটিতে তোমাকে ॥ রাজপুত্র বলে হায় ওরে রাক্ষসিনী । তোর মনে এত অাছে বিশ্বাস ঘাতিনী। এত যে পিরীতে বদ্ধ তৈমুর কুমার। এই কি উচিত তার হবে পুরস্কার ॥ এত কি চক্ষের বিষ কালফ তোমার । কলঙ্কে পুরাবি দেশ করিয়া সংহীর ॥ হায়রে দারুণ বিধি কি কব তোমারে । কতই তোমার লীলা কে বুঝিতে পারে।