পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 8. বিচারক সন্নিধানে তাহারা আইল । জল মগ্ন বিবরণ বিস্তারি কহিল ॥ শুনিয়া কাজীর চক্ষু ফুটিল তখন । বুঝিল শক্রর কিবা কুটিল মনন । তখন পাঠায় দূত উত্তর খানায় । পলায়ে গিয়াছে তারা ধরিবে কাহায় ॥ বুঝিয়া বিচার পতি পাইল সন্তোষ । মুক্তি দান দিল মোরে জানিয়া নির্দোষ ॥ এমন বিপদে যদি তারিলা ঈশ্বর । ধন্যবাদ করিলাম তাহরে বিস্তর ॥ কিন্তু সে জীবন বৃথা না ঘুচিল দুঃখ । অন্নাভাবে নিরন্তর অন্তরে অসুখ ॥ বিচারি ক্ষণেক পরে যে রীখিল প্রাণ । সেই মুখ দাঁত দুঃখে করিবেন ত্ৰাণ ॥ এত ভাবি উঠিলাম ঈশ্বর ভাবিয়া । চলিলম লীর মঠে অর্মস ছাড়িয়ণ ॥ সিরজে যাইছে যাfত্র দেখা হল পথে । খেজমতে চলিলাম তাহীদের সাতে ॥ কত দিনে উপনীত সিরাজ নগরে । সাত ন প ন; মে ভূপ যথা রাজ্য করে ॥ গৃহ বিনা সরাই হইল বাস স্থান । কোন ৰূপে দুঃখে কাল হয় অবসান ॥ এক দিন মঠ হতে যেতেছি বাসায় । হেন কালে পথে এক রাজকৰ্ম্মী যায় ॥ পরম মুন্দর কপ জমা যোড়া গায় । দাড়াইল পখি মধ্যে দেখিয়া অামায় ॥ ডাকিয়া জিজ্ঞাসে পরে শুন যুব নর। এমন অবস্থা কেন কোন দেশে ঘর ॥ কহিলাম পরিচয় শুন মহাশয় । বোগদাদ নিবাসী অামি দুঃখী অতিশয়। সংক্ষেপে দুঃখের কথা কহিলাম পরে । শুনিয়া বয়স কত জিজ সিল মোরে ॥ বয়সে উনিশ বর্ষ উত্তর করিতে । রাজপুরে লয়ে মোরে চলিল ত্বরিতে ॥ পারস্য ইতিহাস । পুরীর ভিতরে অসি জিজ্ঞাসিল নাম । হোসন উপাধি মোর তারে কহিলাম ॥ শুনিয়া মধুর ভাষে কৰ্ম্মকারী কয় । তোমার দুঃখেতে মোর চিন্তিত হৃদয় ॥ আমি এই রাজার বাটীর জমাদার। কিঙ্কর নিযুক্ত কৰ্ম্ম মোর অধিকার ॥ সম্প্রতি শয়নাগারে কৰ্ম্ম এক খালি । অভিপ্রায় তোমাকে নিযুক্ত করি পালি । নবীন যুবক তুমি ৰূপবান আর । , তোমাকেই উপযুক্ত পাত্ৰ দেখি তার ॥ এত বলি শয্যাগারে নিযুক্ত করিল। শিক্ষাইয়া কৰ্ম্মকাজ ভূত্য সাজাইল ॥ এক দিন শুনহ আমাশচর্য্য বিবরণ। পুরীর উদ্যানে যাই করিতে ভ্রমণ ॥ নিশিতে বেড়ায় তথা যত নারীগণ । আজ্ঞা নাই পুরুষ থাকিতে কোন জন ॥ থাকে যদি কোন জন রজনী সময় । ত্ৰাণ নাহি করে নৃপ প্রাণ তার লয় ॥ দৈবাং আরাম মাঝে অ রামে বসিয়া । ভাবিতে ছিলাম দুঃখ বিমগ্ন হইয়া ॥ বিমনে কেমনে দিবা করিল গমন । অাগত রজনী কাল নাহিক চেতন ॥ যামিনী আগত হেরি পলাই ত্বরায় । অমনি কামিনা একমধfরল তথায় ॥ কিবা অপৰূপ ৰূপ কি দিব উপমা । উদ্যানে উদয় সে- ২য়েছে চন্দ্ৰমা ॥ নারী কহে কহ কহ শুনি বিবরণ । যাইতেছ ত্বরা করি কিসের কারণ ॥ কি আর কহিব বল কহিলাম আমি । উপস্থিতা বিভাবরী তাই দ্রুতগামী । তুমিত সুন্দরী তার জানহ সন্ধান। পথ ছাড় শীঘ্ৰ যাই নহে যাবে প্রাণ ॥ নারী কহে কিফল বিফল যাও অার । অtগতা সে কাল রাত্রি ভয় কর যার ॥