পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । ১৫৩ ৷ ছাড়িরা উত্তর খান এসে মোর সঙ্গে । হইৰে ঐশ্বৰ্য্য ভাগী রবে মনোরঙ্গে । এত বলি চলিলীম লইয়া ফকীর। ফকীর অশ্চির্য্য কত দেখিয়া মন্দির ৷ থাকিয়া ২ কহে ছড়িয়া নিশ্বাস । একি হে বিধতা তব করুণা প্রকাশ ৷ কোন পুণ্য করিয়াছে বলহে হোসন । তার প্রতি কৃপাময় কৃপা বরিষণ ॥ শুনিয়া জিজ্ঞাসি বন্ধু একি কথা কও ৷ আমার মুখে কি তুমি মনোকুন্ন হও । ফকীর উত্তর করে কেন পাব দুঃখ । বন্ধুর সৌভাগ্যে বন্ধু কেবা পরাধ,খ ॥ ইহা বলি আলিঙ্গন করিয়া সে কয় । তোমার স্থখেতে সুখী জানিবে নিশ্চয় ॥ সরল বচন শুনি ভুলে গেল মন । গরল অন্তর তার কে জানে তখন ॥ বিশ্বাস ঘাতক খল না জানিয়া ভ্ৰমে । সপিলাম মন প্রাণ ফকীর অধমে ॥ " এসে আজি আমোদ প্রমোদ করিভ ই বলিয়া ধরিয়া অন্য ঘরে লয়ে যাই ॥ কিঙ্কর নিকর করে ভেজিনের ঠাই । দিল অন্ন নানা বর্ণ খজুর মিঠাই ॥ মাংস আদি কত দ্রব্য হইল অশন ৷ মদিরা কিনিয়া অনে কিঙ্কর তখন ॥ আনন্দে ভোজন পনি করি দুই জনে। মুরার যে গুণ তাহ বৰ্ত্তে ততক্ষণে ॥ ফকীর হাসিয়া কহে তবেহে হোেসন । বল দেখি শুনিব তোমার বিবরণ ॥ আদি অন্ত সব কথা আমীয় কহিবে । " বিশ্বাস করিলে ভাই মন্দ না হইবে ॥ জানিবে সময়ে সখা আমি উপকারী। অামা হতে কত ভাল হইবে তোমারি ॥ হিত বিনা বিপরীত করি না কাহার। মনের কপাট খুলো নিকটে আমার ॥ শুনিয়া তোমার সুখ হব ভাই সুখী । দোহাই বঞ্চনা করি না করিহ দুঃখী’৷ শুনিয়া সখীর কথা কহিলাম ভাই । তোমারে গোপন করি অভিলাষ নাই । শুন তব সঙ্গে দেখা প্রথম যখন । মনে পড়ে দেখে ছিলে বিষন্ন বদন ॥ তাহার কারণ শুন সিরাজ দেশেতে। প্রেম ঘটেছিল এক নারীর সঙ্গেতে ॥ পরস্পর দুই জনে বড়ই পিরীত । আচম্বিত বিধি তীয় করিল বঞ্চিত ॥ " মরণ হয়েছে তার ছিল হেন জ্ঞান । কি আশ্চৰ্য্য হেথা তীরে দেখি বৰ্ত্তন ন ॥ থাকে রাজ অন্তঃপুরে হয়ে রাজ প্রিয়া । ফকীর আশ্চৰ্য্য অতি অদ্ভূত শুনিয়া ॥ একি শুনি অপৰূপ ফকীর জিজ্ঞাসে । বুঝি সে ৰূপসী তাই রাজা ভাল বাসে ॥ অামি বলি ওহে সখা কি বলিব তার । ৰূপের বর্ণনা করে হেন সাধ্য কার ॥ শারদ মুধাংশু যিনি তার মুখ ছবি । বর্ণে না বর্ণিতে পারে চিন্তা করি কবি ৷ থাক সে সুন্দরী কল্য নিশাতে আসিবে। নয়ন মেলিয়া তার বদন দেখিবে ॥ শুনি তুষ্ট আলিঙ্গন করে উদাসীন। দেখাও যদিহে বাধ্য রব চির দিন ॥ এই ৰূপ নানা কথা আহারের পরে। অৰ্দ্ধেক রজনী হলে শুই দুই ঘরে ॥ প্রভাতে চাপর অসি পত্র দিল হতে । রমণী আসিবে রাত্রে লিখিয়াছে তাতে ॥ ফকীর সন্তুষ্ট বড় হইল শুনিয়া। কখন রজনী হবে ব্যাকুল ভাবিয়া ॥ সন্ধ্যাকালে উদাসীনে কহিলাম তবে । কামিনী অসিলে ভাই লুকাইতে হবে। কি জানি হটাৎ হেরি রুষ্ট হয় পাছে । বলিয়া কহিয়া তুষে নিয়া যাব কাছে।