পাতা:পারস্য ইতিহাস.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২০ শুনতবে শশিমুখি বৃত্তান্ত বিশেষ । হেথা হতে গিয়া পুরে করিয়া প্রবেশ ॥ ফিরিয়া ঘুরিয়া কারে নাহেরি নয়নে । ক্ৰনদনের ধ্বনি কিন্তু লাগিল শ্রবণে ॥ শবদ অনুসারে ধীরে সেই দিগে ধাই। পালঙ্গে রমণী এক দেখিবাবে পাই ॥ লোহর শৃঙ্খল গলে লৌহ বেড়ি পায় । হস্তদ্বয় চৰ্ম্মে বাধা কাটাবিন্ধ তয় ॥ জাম্বতে রাখিয়া মুখ জ্বলে চিন্তানলে । নিৰ্ব্বাণ না হয় জ্বালা নয়নের জলে ॥ ধীরে ধীরে আগু বাড়ি যাই কাছে তার যদি অামাহতে কেন হয় উপকার ॥ মস্তক তুলিতে আমি চিনিলাম তারে । গোলেঞ্জণ রমণী যিনি বচন অমরে ॥ এৰূপ দুর্দশা তাঁর করি দরশন । ক্রোধানল প্রজ্জলিত হইল তখন ॥ একি হেরি রাজকন্যা মরি হtয় হয় । শৃঙ্খলে বন্ধন কেটা করিল তোময়ি ॥ রাজ বালা বলে একি দেখি সৰ্ব্বনাশ । কি সাহসে এলে হেথা প্রাণে নাহি ত্ৰাস বাঘিনী ভগিনী ঘরে এখনি আ সিলে । হেরিলে তোমায় হেথা অমনি মরিবে । কিছলে জনিল তাই তোমরে বঁাচাই । অামায় সে জন্য দিল এতেক সাজাই ॥ যন্ত্রণীর সীমা নাই সদা প্রাণ কঁদে । দুঃখী তাহে নহি পাছে তুমিপড় ফঁাদে । পালাও বিলম্ব হেথা কি লাগিয়া অীর । পড়িলে খলের হস্তে নাহিক নিস্তার ॥ কি বলিলে চন্দ্রমুখি দুঃখে ফাটে বুক । তোমার এদশ দেখি হবে পরাজু,খ ॥ এত কি অধম মোরে করিলেহে জ্ঞান । তোমার বিপদ কালে করিব প্রস্থান ॥ বধে যদি ভগ্নী তব সহস্র প্রকারে । তবু নাহি পলাইব ছাড়িয়া তোমারে ॥ পারস্য ইতিহাস । কৃতান্ত একান্ত যদি মে'রে লক্ষে ষায় । মরিব সাক্ষাতে তব কি ভয় তাহtয় ॥ কেমনে বন্ধন তব করিব ছেদন । তাহার সন্ধান কিছু কহতে এখন ॥ কন্যা বলে এত যদি সাহস তোমার । অবশ্য পাইব তবে এদায়ে নিস্তার ॥ আরাম পশ্চিম ভাগে যা ও শীঘ্ৰ করি । শয়নে আছেন ভগ্নী তথা তৃণোপরি ॥ মস্তকের নিম্ন ভাগে অাছে এক থলি । যদি তা অনিতে পারে হইবে সকলি। শৃঙ্খলের চাবি অাছে তাহার ভিতর। নিদ্রাযোগে অানে যদি বাচিব সত্বর ॥ নিদ্রাভঙ্গ হলে রঙ্গ দেখিবে ভগ্নীর । দুজনে নিধন আসি করিবে অচির ॥ শৃঙ্খল ভাঙ্গিতে আর নাহিক উপায় । মিলিলে মনুষ্য বৃন্দ নাহি সাধ্য তয় ॥ ভাবনা কি বিধু মুখি ভয় নাহি অীর । অবশ্ব ঘুচাব আমি যন্ত্রণা তোমার। তখনি ত্যজিয়া পুরী উদ্যানেভে যাই । পশ্চিমাংশে কুহকিরে দেখিবারে প।ই ॥ নিদ্রিত আছিয়ে নারী তৃণের শয্যায় । থলিতে রাখিয়া মাথা চাবি আছে যায়। কিৰূপে থলিয়া নিব ভাবি মনে মন । ভাঙ্গে যদি নিদ্রা তীর, বধিবে জীবন ॥ ভয়েতে ব্যাকুল হয়ে অসি নিয়া হাতে । কাটিয়া মস্তক তার ফেলিল ম তীতে ॥ থলিয়া লইয়। ধই হরষিত মন । রমণীরে বিশেষিয়ণ কহি বিবরণ ॥ ভ সিল অানন্দ মীরে গোলেঞ্জণ রমণী । শৃঙ্খল বন্ধন তার ঘুচাই তখনি ॥ সিমগ কহিল শুন রাজার নন্দিনী । এৰ পে করেছি নষ্ট দুষ্ট কুহকিনী ॥ চল এবে যাই সবে পুরীর ভিতর । গোলেঞ্জ করিবে তব যোগ্য সমাদর ॥