পাতা:পারস্য ইতিহাস.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\O 8 গীত আড়া তেতাল । পিরীতি করিবে যদি ইহাই উচিত তাঁর । একেবারে করে যেন ভঙ্গ নাহি পড়ে আর প্ৰতিজ্ঞা করিবে তীয়, প্রাণ যায় যায় যায়। বিচ্ছেদে উচ্ছেদকরি সেই প্রেম ভাবসার। নৃপতিকে দিয়াছিল যুব যে রমণী । ব। গীতে সঙ্গত গীত করিছে তামনি ॥ আর সবে বাদ্য যন্ত্র হস্তেতে ধরিয়া । শুনিছে মধুর গান আদর করিয়া ॥ হেনকালে দুই জনে যায় সেই স্থানে । রাজারে দেখিয়া রাণী নামিল সম্মানে ॥ মহিষীরে মহীপাল সন্তাষিয়া কয় । বশরা নিবাসী এই বণিক তনয় ॥ বণিক নন্দন রাজ-রাণীকে হেরিয়া । রহিলেন দণ্ডবৎ প্রণাম করিয় ॥ কিন্তু যুবা মহিষীকে প্রণামে যখন । অসম্ভব শবদ এক হইল তখন ॥ সকলে মোহিত ছিল যে নারীর গানে । সে নারী পড়িল ভূমে হেরি যুব পানে। অচৈতন্য মতপ্রায় বাক্য নাহি সরে । কি হলো কি হলে সবে হাহাকার করে। এদিকে অবল যুব প্রণাম করিয়া । পতিত নারীর পনে দেখিল ফিরিয়া ॥ রমণীর মুখচন্দ্র হেরিশ্ন আমনি । জ্ঞানশূন্য হয়ে ভূনে পড়িল তখনি ॥ উৰ্দ্ধ ভাগে দুই চক্ষু হইল তাহার। বদন পঙ্গাশ বর্ণ শবের আকার ॥ তাননি কি হলো বলি রাজা কেলে নিল । অনেক যতনে তার জ্ঞান উপজিল। . চৈতন্য পাইয়। নৃপে কহিল অব ল । “ শুনিয়াছ কেরো দেশে ঘটে যে সকল” ॥ এই সে রমণী প্রভু আমার প্রসঙ্গে । পতিত হইয়া ছিল তটনী তরঙ্গে ॥ পারস্য ইতিহাস । দার্দেনী ইহার নাম শুন মহাশয় । দিবানিশি যার জন্যে শোক চিন্ত হয় । আশ্চৰ্য্য হইয়ণ রাজা কহেন তখন । চমৎকার দেখিলাম দৈবের ঘটন। কত শত ধন্যবাদ দেই বিধাতায় । দার্দেনী পাইলে তুমি যাহার কৃপায় ॥ চেতন পাইয়। পরে দার্দেনী যুবতী । আসিল রাজার পদে করিতে প্রণতি ॥ প্ৰণামিতে নাহি দিয়া জিজ্ঞাসিল ভূপ। কহ শুনি বিবরণ বাচিলে কিরূপ ॥ " দার্দেনী উত্তর করে শুন মহীপাল । জল হতে ধীবর তুলিতে ছিল জাল । হেন কালে দৈবযোগে নদীতে ভাসিয়ণ । পড়িলাম সেই জলে আপনি তা সিয়ণ । ধীবর তুলিয়া জাল পাইয়া আমায় । কেমন অtশচর্য্য হয় কহা ন!হি যায় ॥ শ্বাস মাত্র অাছে মোর দেখিয়ণ ধীবর । নিজ গৃহে অনি যত্ন করিল বিস্তর। তাহার সাহায্যে অামি পাইয়ণ নিস্তার । কহিলাম বিবরণ করিয়ণ বিস্তার ॥ কিন্তু সে শুনিয়া হৈল প্রকম্পিত ডরে । নৃপতি জানিলে পরে সর্বনাশ করে ॥ মরিবে আমার লাগি করি এই ভয় । দীসী বিক্রেতার কাছে করিল বিক্রয় ॥ বোগদাদে আসিয়া মোরে সেই মহাজন। বেচিল রাণীর স্থানে নিয়া কিছু ধন ৷ যাবং যুবতী কথা কহিতে থাকিল। মনোযোগে রাজা তারে দেখিতে লাগিল৷ পরম লাবণ্যবতী হেরিয়া তাহারে । কাহিনী হইলে শেষ কহিল যুবারে ॥ “এৰূপ সুন্দরী সদা জগে তব মনে । একথা আশ্চৰ্য্য নহে তুচ্ছ বোধ ধনে । কিব। ইচ্ছা বিধাতার ধন্য বলি তারে । , কৃপানিধি হারানিধি দিলেন তোমারে"।