পাতা:পারস্য ইতিহাস.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ცb সকল চাতুর চর হয়েছে এখন । কুহকিনী শক্ৰ তব হইল নিধন ॥ স্বহস্তে নৃপতি তারে করিল সংহর । অসিতে রুপির চিকু দেখিবে তাহার ॥ আরো দাদ উঠাইতে ভূপতি এখন । শক্রকে কাটিতে পাছে করিছে গমন ॥ দুরাচার নৃপকার ধরি ময় বলে । গিয়াছিল সিংহাসন লইবার ছলে ॥ ঐসকল কথা এক কাহিনী হইবে। বলিব তোমারে পরে সকল শুনিবে ॥ গেলেন ভূপতি অতি দূরে এতক্ষণ । ধরি গিয়া তীরে অশ্বে করি আরোহণ ॥ ইহা শুনি চীনেশ্বর মন্ত্রীবরে কয় । রাণীরে কি হেতু ক্লেশ দিবে মহাশয়। এই স্থানে কিছু কাল থাক দুই জন । আমি গিয়া নৃপতিকে করি আনয়ন ॥ এত বলি অশ্ব পৃষ্ঠে চড়িয়া ভূপতি । চলিল রাজার পাছে অতি শীঘ্ৰগতি ॥ জিজ্ঞাসিল মন্ত্রীবর রাণীরে তখন । যায় যে পুরুষ যুবা ইনি কোন জন ॥ চানপতি বলি রাণী দিল পরিচয় । উজীর আশ্চৰ্য্য তাহে হয় অতিশয় ॥ রাণী বলে মন্ত্রী বর কহ সব শুনি । কেমনে পড়িল ধরা সেই কুহকিনী । মন্ত্রী বলে “শুন তবে তাহার রত্তান্ত । বিশ্বাস করিয়া সভ্যগণের সিদ্ধান্ত ॥ সেই পাপিনীরে বাজা রমণী ভাবিয়ণ । রাখিল রাণীর মত অাদর করিয়া ॥ পরে কিছু দিনাবধি তাহারে লইয়া। রাজ্য প্রান্তে দুর্গ মধ্যে িলেন যাইয়া ॥ অদ্য রাজা আর আমি উঠিয়া প্রভাতে। ভূত্য এক সঙ্গে নিয়া যাই মৃগয়াতে ॥ পথ হতে ফিরে রাজা অাইল শিবিরে । কি জানি কি কথা ছিল কহিতে রাণীরে ৷ পারস্য ইতিহাস । দ্বারেতে থাকিতে ভূপ কহিল আমায় । আপনি চলিয়া যান রাণীর তথায় ॥ কিঞ্চি ই বিলম্বে দেখি অসে একজন । নৃপতির তুল্যাকার তাহার গঠন ৷ বসন ভূষণ দেখি ছিন্ন ভিন্ন যেন । কহিলাম মহারাজ এপ্রকার কেন ৷ উত্তর না করে কিন্তু আমার কথায় । অশ্বে চড়ি দ্রুত যায় সশঙ্কিত প্রায় ॥ রাজার বভ্ৰাট দশ ভাবি মনে মনে । চলিলাম তার পাছু অশ্ব আরোহণে । হেনকালে উচ্চরব শুনিলাম কাণে ॥ দাড়াও দাড়াও মন্ত্রী থাক এই খানে ॥ ফিরে দেখি নরপতি শিবির হইতে । আসি হস্তে ধাবমান শক্রকে বধিতে ॥ নিকটে আসিয়া মোরে কহে নরস্ব মী । বড়ই গৰ্হিত কৰ্ম্ম করিয়াছি আমি ॥ প্রাণাধিক মহিষীরে দেশান্তর দিয়ণ । কুহকিনী রাখিয়াছি রমণী ভাবিয়া ॥ মায়াতে ধরিয়াছিল রাণীর আকার । অসিতেছি তীরে অামি করিয়া সংহার এবে এই দুর চারে হইবে বধিতেমমাকার ধরিয়াছে রাজত্ব লইতে। ইহা বলি অশ্বোপরি চড়ি নৃপবর। ধাইল শক্রর পাছে হইয়া সত্বর ॥ এৰূপ সস্বাদ সব কহে মন্ত্রীবর । রাজার পশ্চাতে পরে যায় চীনেশ্বর ॥ হোথায় টিবেট পতি তংপর হইয়া । কুহকীর পাছু যান অশ্ব চালাইয়। . অবিলম্বে নৃপবর ধরিয়া পামরে । অস্ত্রাঘাত করিলেন স্কন্ধের উপরে ॥ হয় হতে ভুমে শক্ৰ পড়িল তখনি । ভূপতি তুরঙ্গ ত্যজি নানিল অমনি। ছুরাত্মা চরণে ধরি কহিল রাজারে । দোহাই তোমার নষ্ট করন আমারে।