পাতা:পারস্য ইতিহাস.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ তদন্তর যাহা করি শুন সেই সব। পীড়িত হয়েছি আমি তুলিলাম রব। অঙ্গরীর বলে পরে শবাকার ধরি । গোর দিল সবে মোরে মৃত জ্ঞান করি ॥ নিশাভাগে দেল নোয়াজ আসিয়া তথায় গোর হতে পুনৰ্ব্বার তুলিল আমায় ৷ অতঃপর দুই জনে স্বৰূপ ধরিয়৷ ৷ ” আসিলাম এই দেশে প্রস্থান করিয়া ॥ এখানে মৃত্যুর কথা শুনিলাম পরে। বলিয়ন গিয়াছে নাকি নৈমানের চরে ॥ আপনি একথা শুনি করেছিলে স্থির । রাণীর হইয়। রাজ্য করিবে উজীর ॥ দেল নোয়াজ এ সকল করিয়া শ্রবণ । রাণীর সখীর রূপ করিল ধারণ ॥ " অণমিও ধরিয়া এক খোজার অণকার । একত্র রাত্রিতে যাই পুরীতে তোমার ॥ আপনি পর্য্যঙ্কে পরি করিয়া শয়ন । মহিষী পুস্তক পাঠে ছিলেন তখন ॥ " দেল নোয়াজ রাণী ৰূপ আপনি ধরিল। পালঙ্কে তোমার পার্শ্বে শয়ন করিল ॥ উঠিয়া যখন রাণী যান শয্যাগারে । আমিই বিকট বেণে দেখা দিই তারে ॥ ভয়েতে ভীষণ শব্দ করে নৃপ জায় । অবিলম্বে লুগু হই দেখাইয়া ময়ি ॥ আর কি কহিব আমি পরে যাহা হয় । সকল বিজ্ঞাত তুমি আছ মহাশয় ॥ কি লাগিয়া ধরি আজি তব কলেবর | তাহার তদন্ত কহি শুন নরেশ্বর ॥ দুর্গ হতে প্রাতে তুমি করিলে গমন । খোজা ৰূপে অন্তঃপুরে প্রবেশি তখন ॥ কহিল কপট রাণী অামারে দেখিয়া । ধরিতে তোমার ৰাপ স্বৰূপ ত্যজিয়া ॥ তখনি তোমার বেশে শয্যায় বসিয়া । করিতেছি রঙ্গ রস উভয়ে হাসিয়া ॥ পারস্য ईडिशन হেনকালে হেরি তুমি আসি অচম্বিত । দ্বার খুলি গৃহ মধ্যে হও উপস্থিত ॥. আমি রে দেখিবামী ত্ৰ ক্রোধেতে আপনি আসিলেন অসুি নিয়া কাটিতে তখনি ॥ শমন শিয়রে হেরি করি পলায়ন । • কিন্তু সে প্রত্যাশা শেষ হয় অকারণ ॥ প্রতিকুল বিধি মোর পপেতে করিয়া । পাইতে উচিত দণ্ড দিলেন ধরিয়া ॥ প্রাণ দণ্ড যোগ্য অামি তাহা মিথ্যা নয় বিচারেতে যাহা হয় কর নহাশয় ॥ শুনিয়া টিবেট পতি ক্রোধ ভরে কয় । ধরা ছাড়া করা তোরে উপযুক্ত হয়। কুহকি নারীর প্রাণ নিলাম যেমন । তোর মুণ্ড সেই মত উচিত ছেদন ॥ কিন্তু আগে তোরে আমি দিয়াছি অভয় এখন লঙ্ঘন করা উপযুক্ত নয় ॥ লইব অঙ্গুরী তোর কুকৰ্ম্মের বল । অার না পারিবি কভু করিবারে ছল ৷ মকবেলে এইৰূপ কহিছেন রায় । হেন কালে চীনপতি আইল তথtয় ॥ উত্তম বসন হেরি ভবেন রাজন। সামান্য মনুষ্য নাহি হইবে এ জন। রজ বনশাহ পরে তুরঙ্গ হইতে । নামিয়া প্ৰণামি ভূপে লাগিল কহিতে ॥ “মহারাজ বলি শুন শুভ সমীচীর । বাচিয়া আছেন রাণী রমণী তোমার। কত অপমানে তীরে কর দেশান্তর । দুঃখে দগ্ধ কলেবর তাপিত অন্তর ॥ এত যে যন্ত্রণ। তবু আছেন জীবনে । রজনী না হতে র্তারে হেরিবে নয়নে’ ৷ স্থখের সস্বাদ শুনি নরপতি কয় । " হায় হেন বাক্য কিসে করিব প্রত্যয় । , এমন কি হবে ভাগ্য প্রসন্ন আমার । পুনঃ কি সে চন্দ্রীনন হেরিব তাহার ॥