বিষয়বস্তুতে চলুন

পাতা:পারস্য ইতিহাস.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 .ബ একথা শুনিয়া রাণী কহিল রাজারে । কে ইনি বিদেশী বুঝি জানন। ইহারে ॥ সামান্য মনুষ্য নহে লোকের ভাল্গুন । রজ বনশাহ ইনি চীনীয় রাজন। রাজা বলে ক্ষমা দান কর নৃপবর । না বুঝিয়া করি নাহি যুক্ত সমাদর ॥ ইহা বলি অলিঙ্গন করি তার সনে । শিষ্টাচারে মিষ্টtলাপ করে দুই জনে। নৃপতি মহিষী মন্ত্রী একত্র হইয়া । গৃহে গেল চীনদেশী রাজাকে লইয়া ॥ কিছুকাল থাকি তথা চীনীয় রাজন। বিদায় হইয়া দেশে করিল গমন ॥ রজবনশাহ ও চেরেস্থানীর ইতিহাসের পরিশেষ । নিজ রাজ্যে চীনেশ্বর আসিয়া অচিরে । । টিবেট রাজার কথা কহিল মন্ত্রীরে ॥ মেজিন আশ্চৰ্য্য মনে শুনিয়া বৃত্তান্ত । এইৰূপে ভূপতিকে দিলেন দুষ্টান্ত । চেরেস্থানী কুহকিনী অবশ্ব হইবে । কিম্বা দেল নেয়াজ সম পাপিনী জানিবে: মন্ত্রীর প্রবেধ বাক্য শুনি এইরূপ । তখন সন্দিন্ধ কিছু হইলেন ভূপ। এইদিকে চেরে স্থানী পিতার মরণে । কিছুকাল ছিল রাজ্য আয়ত্ত করণে ॥ পূৰ্ব্বাবধি প্রেমাঙ্কুর অন্তরেতে ছিল। সময় পাইয়া প্রেম বৃক্ষ উপজিল ৷ চীনেশ্বরে প্রেমিক স্বজন ভাবি মনে । র্তাহাকে আনিতে অজ্ঞা দিল দৈত্যগণে রাণীর আদেশে দৈত্য দ্রুতগতি গিয়া । নিশিতে আসিল হেথ নৃপতিকে নিয়া ॥ পরদিন সভ্যগণ প্রত্যুষে অসিয়া । পারস্য ইতিহাস । | মন্ত্রীবর সাত্বনা না মানে কোন ৰূপে ৷ ভুপালের অপেক্ষায় ছিলেন বসিয়া ॥ -ساق হেনকালে অtচম্বিত শুনে সৰ্ব্বজন । কোথায় গেলেন রাজা নাহি নিদশন ৷ রীত্রিতে বিদায় করি কৰ্ম্মক রীগণে । অপূৰ্ব্ব পালঙ্কে পরি ছিলেন শয়নে ॥ প্রত্যুষে উঠিয়া দেখে রাজা নাহি তথা। অবাক হইল সবে শুনি এই কথা ॥ সভ্যেরা তখনি উঠি অন্বেষিতে যায় । কিন্তু কেহ কোন স্থানে তত্ত্ব নাহি পায় ॥ কিছুকাল এই রূপে হইল বিগত। চিন্তানলে জ্বালাতন প্রজারা নিয়ত ৷ দিনে দিনে সে অনল হইল প্রবল । কি সাধ্য নয়ন বারি করিতে শীতল ৷ প্রাণের অধিক ভাল বাসিতেন ভূপে । শোকেতে ব্যাকুল হয়ে কহে ক্ষণেক্ষণ । “কোথা পলাইলে প্রভু ত্যজি প্রজাগণ ॥ স্বপনে না জানি তব অদৃশ্ব কারণ। পুনঃ কি গিয়াছ তুমি করিতে ভ্রমণ । কি লাগিয়া এবিচ্ছেদ হইল আবার । মায়ার প্রভাব কিম্ব ইচ্ছাই তোমার ॥ আমরা কৃতজ্ঞ দাস আছি চিরকাল । অকারণ দুঃখ কেন দেও মহীপাল ॥ হবে কোন মায়াধর পাতি মায়া জীল । তোমাকে ফেলিয়া তাহে করিল জ ফ্লাল” এইরূপে ভাবে সবে বিরস বদনে । নেত্রে পরিপূর্ণ ধারা নৃপের কারণে ॥ হেথায় ভূপেরে লয়ে দৈত্যের কিয়র। কন্যার নিকটে অাসি প্রণামে সত্বর ॥ সুন্দরীরে দেখি রাজা কহেন তখন । “অদৃষ্ট্রে কি ছিল পুনঃ হইবে-দশন ॥ অtশা নাহি ছিল আর হবে তব মনে । ভুলিয়া বা গেলে এই ভাবি প্রতিক্ষণে ॥ শুনিয়া রাজার কথা চেরেস্থানী কহে । মানবের মত কতু দৈত্য জাতি নহে ॥