পাতা:পারস্য ইতিহাস.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bre नाक्साइब्शिन গবাক্ষে ভাতুর কর যখন লাগিল । জীবনের শেষ দিন কৌলফ ভাবিল। ত্যজিয়া প্রাণের অণশ সজল নয়নে । কহিল দেলেরণ প্রতি বিষগ্ন বদনে ॥ জীবনের মত প্রিয়ে চলিলাম আজি । নিশ্চয় অামাকে বধ করিবেন কাজী ৷ তোমার সহিতে এই শেষ আলাপন । এশরীরে অার দেখা হবেনা কখন ॥ স্বচ্ছন্দে বঁচিয়া থাক আমার মরণে । ভালবাসি বলি কিন্তু রাখিও স্মরণে ॥ কান্দিয়া২ নারী কহিল তাহাকে । কেমনে বলিলে নাথ বাচিতে অামাকে ॥ জীবনে কিফল আর তোমার মরণে । বাচিতে কি কহ মোরে দুঃখের কারণে ॥ মনে নাহি দি ও স্থান পরাণে রহিব । তোমার মরণ সঙ্গে সঙ্গিনী হইব ॥ মরিব তোমার সনে দেখিবে টাহার। এদেহে থাকিতে প্রাণ না হব তাহার ॥ কিন্তু এ সমস্ত দোষ করিয়াছি আমি। তবে কেন বল দেখি নষ্ট হবে তুমি। যদি নাহি বলিতাম অসত্য কহিতে। তবে কিসে মিথ্যাবাদী বিচারে হইতে ॥ তোমাকে কি হেতু বধ করিতে পারবে। অপরাধ মোর সব অামাকে মারিবে ॥ অগত্য অৰ্দ্ধেক ভাগী অামিত হইব । তুমি যে মরিবে এক কভু ন সহিব। অতএব দোহে চল যাই কাজী স্থানে । প্রাণ কান্ত বিনা অার কায নাই প্রাণে ॥ কৌলফ বিস্তর তীরে বুঝাইয়া কহে । মরণে প্রেমের চিত্ন কভু যুক্ত নহে ॥ কিন্তু নারী প্রতিজ্ঞায় অটল রহিল। আর মা সাধিবে বাদ কৌলফে কহিল ॥ তর্কাতর্ক দুই জন করিছে যখন । দ্বারেতে বিশাল শব্দ হইল তখন ॥ তুরা করি দুই জনে দেখিলেন গিয়া । আসিছে টfহার কাজী লোক জন নিয়ণ ॥ ভয়েতে ভূতলে পড়ে বৈরক নন্দিনী । অমনি অসিয়া ধরে যতেক বন্দিনী ॥ রমণীকে রাখি তথা কৌলফ ত্বরিতে। চলিল কাজীর সঙ্গে সাক্ষাং করিতে ॥ " কিন্তু কাজী অাসে নাহি মারিবার তরে । হাসিয়া প্রণাম করি কহে সমাদরে ॥ গিয়ছিল দূত তব জনকের কাছে। সুসস্বাদ নিয়া হেথা অদ্য ফিরিয়াছে ॥ আসিয়াছে সঙ্গে তার ভূত্য একজন । নিয়া তব পিতা দত্ত নানাবিধ ধন ॥ অতএব ভ্রান্তি শান্তি হইল সবার । জানা গেল সত্য তুমি ময়দ কুমার। কিন্তু আমি কত শাস্তি দিয়াছিতোমাকে অপরাধ ক্ষমা তাহে করিবে অামাকে ॥ এৰূপ কাজীর কথা সাঙ্গ হলে পরে । পিতা পুত্র তার জন্যে মনস্তাপ করে ॥ টাহার কহিল ভার্ষ্যা দিলাম তোমায় ] আীর মোর অধিকার নাহিক তাহtয় ॥ কেীলফ অবাক হলো শুনি এই সব । নাহি পারে কিছুই করিতে অনুভব । মনে ভাবে এরা বুঝি করিছে বিদ্রুপ । কি জানি কখন ধরে ভয়ঙ্কর বাপ ॥ ভাবিতেছে এই ৰূপ সাধুর নন্দন । হেন কালে উপস্থিত ভূত্য এক জন ॥ হস্ত চম্বি লিপি দিয়া কৌলফেরে বলে। জনক জননী তব আছেন কুশলে ॥ আর কোন হেতু তারা নহেন তাপিত। কেবল তোমার তরে সদত ভাবিত ৷ চক্ষু কৰ্ণ উভয়ের পথ পানে থাকে। " কখন জুড়াবে প্রাণ হেরিয়া তোমাকে। উত্তর না করি পত্র অবিলম্বে নিয়া । পড়িল নীচের লেখা মনোযোগ দিয়া ॥