পাতা:পারস্য ইতিহাস.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । , ৯১ প্রভাত হইলে দূরে দেখি এক জন । অশ্ব পৃষ্ঠে ছাল দিয়া করিছে গমন ॥ শুনিলাম বোগদাদ নগরে ষাইবে । তথায় ছালার দ্রব্য বিক্রয় করিবে । হইয় তাহার সঙ্গী যাই সেই দেশে । আসিলাম সেই স্থলে দুই দিন শেষে ॥ তথা সে অাপন কৰ্ম্মে করিল গমন । অামি গিয়া রহিলাম মঠেতে তখন ॥ দুই দিন দুই রাত্রি গেল সেই স্থানে । বাসনা ছিলনা অার ষাই কোন খানে ॥ স্বদেশী কাহার সঙ্গে দেখা হয় পাছে। পরিচয়ে বড় লঙ্কা হবে তার কাছে ॥ ফলতঃ সে দুঃখে মনে হেন লজ্জা পাই । অন্যে কি লুক নিজে লুকাইতে চাই ॥ কিন্তু রিপু ক্ষুধা তৃষ্ণা সহ নাহি যায়। ভিক্ষুক হইতে হলো জীবনের দায়। অবিলম্বে বড় এক বাটতে যাইয়া । কহিলাম ভিক্ষা দেও গবাক্ষে চাইয়ণ ॥ ক্ষণেক ৰিলস্বে এক প্রবীণ রমণী । রুটা ভিক্ষণ দিতে মোরে আসিল আপনি ॥ অামাকে যখন বৃদ্ধ সেই রুট দিল । পৰন গবাক্ষ চিক উড়াইয়া নিল । সেই কালে দেখি ঘরে নারী অনুপমা । অসামান্য ৰূপবতী অতি মনোরম ৷ কিবা জানি দেখিলাম ৰূপের চমক । নয়নে লাগিল যেন বিদ্যুৎ ঝমক ৷ একেবারে মদনেতে মোহিত হইয়া । থাকিলাম কাষ্ঠ প্রায় গবাক্ষে চাইয়া ॥ প্রবীণা যখন রুট দিল মোর হাতে । কিনিতেছি কিছু জ্ঞান নাহি ছিল তাতে। পরে বৃদ্ধ গেলে তবু দাড়াইয়া থাকি। কখন জাসিবে বায়ু তাহে মন রাখি। . সমীর সদয় কিন্তু অার না হইল। দিনমণি অস্ত গেল গোধুলি আইল । হেন কালে বৃদ্ধ এক তথা দিয়া যায় । জিজ্ঞাসি কাহার বাটী ডাকিয় তাহায়। বৃদ্ধ বলে মোয়াফেক অদ্বিাক তনয় । এই গৃহপতি তিনি ধনী অতিশয় ॥ অত্যন্ত সন্তু স্তে তাহে খ্যাত কীৰ্ত্তি যশে । রাজ প্রতিনিধি পূৰ্ব্বে ছিলেন এদেশে ॥ বিবাদ করিয়া কাজী অপবাদ দিল । তাহাতে রাজাধির জ রাজ পদ নিল ৷ ভাবিতে ভাবিতে যাই একথা শুনিয়া । অন্যমনে পড়িলাম নগর ছাড়িয়া ॥ উপনীত হয়ে এক প্রকাও শাশানে । স্থির করিলাম নিশি বঞ্চিতে সে খানে ॥ খাইলাম সেই রুট বৃদ্ধ যাহা দিল । উদরস্থ হলো কিন্তু ক্ষুধা নাহি ছিল ৷ পরে এক কবরের সন্নিকটে গিয়া । শুইলাম ইষ্টকেতে মস্তক রাখিয় ॥ ঘুমাইতে কি যাতন কহিতে না পারি। প্রতিক্ষণ হৃদয়েতে জাগে সেই নারী ॥ মনোহর ৰূপ তার সদা উঠে মনে । অন্তর তাপিত সদা কাম হুতাশনে ॥ অতি কষ্ট্রে যদি নিদ্রা অাসিল কিঞ্চিৎ ৷ গোর মধ্যে গোলমাল শুনি আচম্বিত ॥ কি জানি কিস্ত্রের শবদ গোরের ভিতর । ংশয় ভাবিয়া উঠি পলাই সত্বর ॥ দুই জন ছিল সেই গোরের দুয়ারে । জিজ্ঞানে কে তুই হেথা ধরিয়া আমারে। কহিলাম শুন ভাই বিদেশী এজন । বিধাতার কোপ জন্য ভিক্ষুক এখন ॥ নগরেতে না পাইয়া স্থান কোন খানে. আসিয়াছি রজনী বঞ্চিতে গোর স্থানে ॥ ভিক্ষুক যদ্যপি তুই কহে এক জন । বড় ভাগ্য অামাদের সঙ্গে দরশন ৷ যত ইচ্ছা খেতে পাবি ভরিয়া উদর । ইহা বলি নিয়া গেল গোরের ভিতর ॥