পাতা:পারস্য ইতিহাস.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । -H t } অাজ্ঞা দিল সঙ্গোপনে বিপনি যাইয়া । পুরুষের বেশ ভুষণ আনিতে কিনিয়া । সহচরী অজিল মাত্রে গিয়া ততক্ষণ । জামা যোড়া পাগড়ি করিল অনিয়ম ॥ ছাড়িয়া গলিত সাজ, বস্ত্র বহু মুল্য। পরিয়া হইল বেশ পুৰ্ব্বকার তুল্য। তখন জেমোদী বলে কহ মহাশয় । এখনো কি কাজী আর.ভাবিবেক জয় ॥ অামাদের অপমান তার বাঞ্ছা ছিল । কিন্তু চিরকাল জন্য মান দান দিল ॥ ভাবিছে এখন কাজী অ'হলাদিত মনে । লজিত হয়েছি । মা.iণ সব পরিজনে ॥ কত জানি মনস্তাপ তখন ম নিবে । বিপরীত করিয়াহে যখন জানিবে ॥ কিন্তু তুমি পরিচয় দি শুনা ত্বরায় । শঠতার উপযুক্ত শাস্ত দিব তীয় ॥ জানি এই গ্রামে থাকে এক রঙ্গকার । ভয়ানক ৰূপবতী কন্য। অাছে তার ॥ বলিতে বলিতে ধনী না বলিয়া অার । কহিল কহিব পরে ইহার বিস্তার ॥ স্থল বলি প্রতিফল দিব এ প্রকার । লাগিবে বেদন তাহে অস্তরে তাহার ॥ অধিকন্তু কাল মুখে পড়িবেক কালি । শুনিয়া সকল লোক দিবে করতালি ॥ ক্ষণ পরে পরিচ্ছদ পরিয়া যুবতী । স্থানান্তরে য়াব বলি চাহিল সম্মতি ॥ অনুমতি নিয়া মুখ ঢাকিয়া অচিরে। উপস্থিত হলো গিয়া কাজীর মন্দিরে। fচার করিছে কাজী সভায় বসিয়া । দাড়াইল নারী এক পাশেতে আসিয়ণ । দেখি কাজী ভূত্য দিয়া পাঠায় জানিতে কি কারণ আগমন কোথায় হইতে ॥ ইহণ শুনি পরিচয় কহিল বনিত । অামি হই এক জম শিল্লির দুহিতা ॥ কাজীর সহিত মোর প্রয়োজন আছে । নিৰ্জ্জনে কহিব কথা গিয়া তার কাছে ৷ নারী প্রশংসক কাজী এ কথা শুনিয়া । ডাকিল পার্শ্বের ঘরে ইঙ্গিত করিয়া ॥ প্রণাম করিয়া ধনী ঘরেতে চলিল । বসিয়া পালঙ্কোপরি ঘোমটা খুলিল । অবিলম্বে বিচারক তথা উপনীত । বসিল তাহার কাছে হয়ে বিমোহিত ৷ কাজী বন্ধুে শশুি-মুখী স্বৰূপ কহিবে। | i তোমার কি কৰ্ম্ম মোরে করিতে হইবে৷ জেমোদী কহিল শুন ধৰ্ম্ম অবতার। দীন দুঃখী উভয়ের করহ বিচার ॥ নালিশ অামার এক আছে তব স্থানে । কৃপা দৃষ্টি কর এই দুঃখিনীর পানে ॥ কহ কি তোমার দুঃখ বিচারক কহে । হেরিয়া কপের ছটা অনঙ্গে তে দহে ] ॥ বল অামি যথা সাধ্য করিব বিহিত । অামার মাথার দিব্য হবে না বঞ্চিত ॥ রমণী তখনি সব ঘোমটা বারিল । অমনি কাজীর মন কটাক্ষে হরিল ॥ কিবা অপৰূপ শোভা কুটিল কুম্ভলে । হেলিছে ছলিছে বীতে বদন মণ্ডলে । নারী বলে সত্য কহ করিয়া বিচার । কোমল কুটিল কেশ নহে কি আমার ॥ হাব ভাব মুখ শ্রেণী করি নিরীক্ষণ । সত্য কহ বিচারিয়া বিচার দপণ ॥ রমণীর বাক্যে কাজী ভরসা পাইয়া । কহিল তাঁহারে অতি মোহিত হইয়: ॥ শুন লো সুন্দরি সত্য তোমার দোহাই। নিষ্কলঙ্ক ৰূপে তব কলঙ্ক না পাই ॥ রৌপ্যময় কপলিকা যেৰূপ মার্জনে। তব ভাল সেই ৰূপ উজ্জল দর্শনে ॥ ভুরুর ভঙ্গিমা কিবা কাম ধন্ত প্রায়। মানিক জিনিয়া আঁখি আরো দীপ্তি পায়।