বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রশস্তিপ্রকাশিকা গ্রন্থঃ - প্রথম ভাগ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিপিমালা । ጏማ রাজকাৰ্য্যকারি দেওয়াণ, পেশকার, কারকোন, খাজাঞ্চি, মুহরির, বখশী মুন্সী,আমীন, ইত্যাদিপ্রতি যথায়োগ্যনুসারে অধীন ব্যক্তি দিগের পঞ্জলিখন প্রকার অঙ্গীকৃত নিখিলকার্যভার তয়৷ বহুজন প্রতিপালক খ্ৰীযুতামুকদেওয়াণজী মহাশয় পরিমাণমানমণ্ডিতে্যু জাজাকারিত্র অমুকস, ভূয়োভূয়ে বিনয়পুৰ্ব্বক নমস্কার নিবেদনমিদ^ দেওয়াণজী মহাশয়ের রাজোমতি শ্ৰীশ্ৰীL করিতেছেনতাছাতে এআশুিতের মঙ্গল^পর৯ প্রতীতি নীতি নিচয় নিলয় শ্ৰীযুতামুক খাজাঞ্চি মহাশয়ধনাধিপতিযু ৩। অন্মদাশাবল্লি পাদগোত্তম শ্ৰীযুতামুক কারকোন মহাশয় মহাভূদয়েষ্ণু । অনুগ্রহাকাঙ্গিক শ্রীঅমুকস মর্যাদাপুরঃসর নিবেদনখন্ডবদীয়ানুকম্পয়ামঙ্গল^পর^। অতি স্ফুট বিরল বিশুদ্ধ বর্ণাবলি বিন্যাস নিপুণাঙ্ক শাস্ত্র সুপণ্ডিত শ্ৰীমদমুক মহরির মহাশয় সুবুদ্ধিবরেষু। বিলোকনেনৈব বিদিত বিবিধ দিগদেশ। গতলিপি লিখিত ভাব নিজ কপোল রচি তাতি কোমল ললিত পদাবলি পরিপালিত পরাক্তন কবীন্দ্র বৃন্দকীৰ্ত্তি শ্রীযুক্ত। মূক মুন্সী মহাশয় নীতাবনারদেষু ১ । কর্মকাঙ্ক্ষিণ শ্রীঅমুক নমস্কারবিজ্ঞপ্তিরপিবিশেষঃ মমনুগ্রহ কারক শ্ৰীযুতামুক আমীন মহাশয় সত্য প্রতিপালকেৰু বিনয়পূর্বক নিবেদন-বিশেষ স্তেষণ চলিত মতে স^ক্ষেপে যথাযোগ্য পাঠ সৰ্ব্বসাধারণ