বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রশস্তিপ্রকাশিকা গ্রন্থঃ - প্রথম ভাগ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পএকৌমুদী। ৩১

যুক্ত ইউন আপনকার সাগরতল্য ধনুক অতি সুন্দর ও শোভা যুক্ত এব^ আপনকার চরণে প্রণাম হেক্তক নত রাজগণের মস্তকস্থ কুসুম সমূহ হইতে মধুবিন্দু আপন করে পাদপীঠের উপরি পড়িতেছে । ২ । সকল ধৰ্ম্ম শাস্ত্রজ্ঞ এবণ প্রধান লোকগণ কর্তৃক বন্দিত ও অতি উ-কৃষ্ট গজবাহনোপরি সমার্চ এবং পাপরাশি গুণস কারী আপনি জয়ী হউন আপনকার বক্ষস্থল অতি নিৰ্ম্মল মুক্তাবলির কিরণ দ্বারা অতি শোভিত হইয়াছে এব^ আপনি স্বীয় প্রতি কূল রাজ বর্গের প্রেয়সী কামিনী গণের মুখ কমল প্রতি চন্দ্রস্তুল্য হইয়াছেন, অর্থাৎ আপন কাকে দেখিলে তাহারদিগের মুখপদ্ম মা হয়। ৩। দানবিষয়ে যাচক সমূহের প্রতি কম্প বৃক্ষ ভূল্য, ও পরাক্রমে ইন্দ্রের সমানও যেমত বিবুধ অর্থাৎ দেব মণ্ডলি মধ্যে চিন্তামণি অগ্রগণ্য তদ্রপ আপনিও বিবুধ অর্থাৎ পণ্ডিত গণ মধ্যে শ্রেষ্ঠ আপনি জয়যুক্ত হউন, আপনকার অসংখ্যগুণ চিন্তার অগোচর এব^ আপনি নিজ শক্ৰ নারীদিগের কপোলস্থ তিলকাদি হরণ করিয়াছেন ৪। মুখ মণ্ডল মাণসহীন, মধ্যদেশে পরিমিত মা^স আর, কণ্ঠে অলপমাe\স ও স্কন্ধ অপ্রমাণ উচ্চ নীচ, আর বক্ষস্থলে উদগতলোম, এবণ স্নিগ্ধ, আর পশ্চাৎগত পার্শ্বদ্বয় ক্ষীণ, আর পৃষ্ঠ দেশ অতি বিশাল, এব^বেগ গামি এবষ্কৃত ঘোটক আরোহণ করিয়া বিপক্ষ সৈন্য প্রতি গমন করা রাজার উচিৎ ৷৷ ৫ ৷ যেমন কেতকীর গন্ধ যদ্যপি ভুমর দূর