পাতা:ফুলের ফসল.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

সূর্য্য-পরাগ গর্তে ধরেছি
আমি সুনিবিড় নিশা!
আমি চির শুভ, আমি চির ধ্রুব
চলৎ-লহর বুকে,
আমি জগতের অন্তরাত্মা
রয়েছি ধেয়ান-সুখে!
সোনার সূতায় বাঁধিয়া রেখেছি
শ্যামল পাপ্‌ড়ি গুলি,
সাগরে বসতি করি নিতি, তবু,
ঢেউয়ে ঢেউয়ে নাহি দুলি।


শতদল

আজিকে কেবল ওগো শতদল!
মৃদু হিল্লোলে দোলা,
দিকে দিকে দিকে পাপড়ি গুলিকে
একে একে একে খোলা।
থেমে গেছে ঝড় থেমেছে বাদল,
আকাশে না বাজে মেঘের মাদল
বাতাস মৃদুল শেফালি দোদুল
স্বপনে আপন-ভোলা!
ওগো শতদল আজিকে কেবল
হিল্লোল-ভরে দোলা।

৮৬